আইএস সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি আটক
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ইউনিট ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিকে আটক করেছে। মালয়েশীয় পত্রিকা নিউ স্ট্রেইট টাইমস বৃহস্পতিবার আটক হওয়া এই দুই জন মালয়েশিয়ায় সেলসম্যান হিসেবে কর্মরত ছিল বলে দাবি করেছে। পত্রিকাটির খবরে বলা হয় আটক হওয়া এই দুইজনের বাংলাদেশী আইএস জংগীদের সাথে যোগাযোগ রয়েছে।
গত ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত ধারবাহিক জঙ্গিবাদ বিরোধী অভিযানে মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দুই বাংলাদেশী ও এক নারীসহ চার জনকে আটক করে। আটক হওয়া দুই বাংলাদেশীর বয়স ২৭ ও ২৮। আটক হওয়া সবার বয়স ১৭ থেকে ৩১ এর মধ্যে।