নাইটক্লাবে অচেনা মহিলার সঙ্গে প্রাক্তন পাক প্রেসিডেন্টের ডেন্স

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোসারফকে এক অচেনা মহিলার সাথে খোশমেজাজে ডেন্স করতে দেখা যায়। ভিডিওটিতে দেখা যায় পারভেজ মোসারফ বলিউড তারকা রণবীর কাপুরের ছবির জনপ্রিয় গান দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড-এর তালে তালে ডেন্স করছেন। পাকিস্তান সংবাদমাধ্যমের এক সাংবাদিক ভিডিওটি টুইটারে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

parvez-musharraf

গত বছর মার্চে পাকিস্তান ছেড়ে দুবাই চলে যান প্রাক্তন পাক প্রেসিডেন্ট। বেনজির ভুট্টো, নবাব আকবর বুগতি এবং গাজি আবদুল রশিদ হত্যা মামলা ছাড়াও ২০০৭ সালে দেশে জরুরী অবস্থার পরিবেশ তৈরি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

parvez

উল্লেখ্য, বিচারপতিকে আটক করার মামলায় পাকিস্তানের আদালতে হাজিরা দিতে হবে মুশারফকে। আর একাধিক অভিযোগে অভিযুক্ত মুশারফের বিরুদ্ধে ফুঁসছে তাঁরই দেশ। ফলে তাকে নিরাপত্তা নিয়ে ভাবতে হচ্ছে। আর সে সংকা থেকেই তিনি পাকিস্তানে পা রাখার আগে ইসলামাবাদের আদালতের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছেন। গত ১৩ জানুয়ারী তিনি আদালতকে এই মর্মে  চিঠিও দেন। আর এ সময়ে নাইটক্লাবে মুশারফের নাচ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। খবরঃসংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *