জকিগঞ্জে কলেজছাত্রীকে কোপানোর ঘটনায় মামলা

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুরের রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে কোপানোর ঘটনায় তার মা বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছেন। ঝুমা বেগম জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
Jokigonj
রবিবার একই গ্রামের বাহার (২২) নামের এক বখাটে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমা আক্তার সুমা (১৮) নামের কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করে। বাহার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। ঝুমা ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভোরে হামলাকারীর পিতা আবদুল গফুর (৬০) ও ভাই নাসির উদ্দিনকে(২২) কে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *