‌কিরঘিজস্তানে তুরস্কের পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৩৭ জন নিহত

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

অবতরণ করতে গিয়ে সোমবার সকালে কিরঘিজস্তানের প্রধান বিমানবন্দরের কাছে জনবহুল এলাকায় ভেঙে পড়ল তুরস্কের পণ্যবাহী বিমান। তাতে ৪ পাইলটসহ নিহত ৩৭ জন। এদের বেশিরভাগই স্থানীয় দাচা–সু গ্রামের বাসিন্দা।

Turkey Biman

তুরস্কের বিমানটি হংকং থেকে ইস্তানবুল যাচ্ছিল। পথে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকের কাছে মানাস বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল বিমানটির। ঘন কুয়াশার কারনে অবতরণের সময় সকাল ৭টা ৩১ মিনিট (‌স্থানীয় সময়)‌ সময় বিধ্বস্ত হয় বিমানটি। বিমান ভেঙে ধুলোয় মিশে গেছে গ্রামের ১৫টি বাড়ি। কিরঘিজস্তানের পরিবহন মন্ত্রী জানিয়েছে, বিমানটিতে ৫ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ১ পাইলট ও ১৫ জন গ্রামবাসীর দেহ উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *