নিউজিল্যান্ড টেষ্টে প্রথম দিনশেষে সুবিদাজনক অবস্থায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
নিউজিল্যান্ড টেষ্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৪০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান। এর আগে স্বাগতিকরা টস জিতে অতিথিদের ব্যাটিং এ পাঠায়। যে কারণে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড, তা বৃষ্টির কারণে অনেকাংশে ব্যর্থ হয়ে গেছে বলে মনে হচ্ছে।
তামিম ইকবাল মারমুখী ব্যাটিং করে ৫০ বলে ৫৬ রান করেন। তিনি দর্শনীয় ১১টি বাউন্ডারির মাধ্যমে এ রান করেন। দলীয় ১৬ রানে ইমরুল কায়েস ৭ বলে ১ রান করে ভোল্টের কাছে ক্যাচ দিয়ে আউট হন। অপরপ্রান্তে মোমিনুলকে নিয়ে তামিম বেশ ভালই জবাব দিচ্ছিলেন। তিনিও ভোল্টের এলবিডাব্লিওর ফাদে আউট হন। দলীয় রান তখন ২ উইকেটে ৬০।