নিউজিল্যান্ড টেষ্টে প্রথম দিনশেষে সুবিদাজনক অবস্থায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

নিউজিল্যান্ড টেষ্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৪০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান। এর আগে স্বাগতিকরা টস জিতে অতিথিদের ব্যাটিং এ পাঠায়। যে কারণে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড, তা বৃষ্টির কারণে অনেকাংশে ব্যর্থ হয়ে গেছে বলে মনে হচ্ছে।

WELLINGTON, NEW ZEALAND - JANUARY 12: Tamim Iqbal of Bangladesh bats during day one of the First Test match between New Zealand and Bangladesh at Basin Reserve on January 12, 2017 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

তামিম ইকবাল মারমুখী ব্যাটিং করে ৫০ বলে ৫৬ রান করেন। তিনি দর্শনীয় ১১টি বাউন্ডারির মাধ্যমে এ রান করেন। দলীয় ১৬ রানে ইমরুল কায়েস ৭ বলে ১ রান করে ভোল্টের কাছে ক্যাচ দিয়ে আউট হন। অপরপ্রান্তে মোমিনুলকে নিয়ে তামিম বেশ ভালই জবাব দিচ্ছিলেন। তিনিও ভোল্টের এলবিডাব্লিওর ফাদে আউট হন। দলীয় রান তখন ২ উইকেটে ৬০।

Bangladesh's Mominul Haque plays a shot during day one of the first Test cricket match match between New Zealand and Bangladesh at the Basin Reserve in Wellington on January 12, 2017. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

 

Leave a Reply

Your email address will not be published.