ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২য় ওয়ানডেতেও হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ৬৭ রানে হেরে গেল বাংলাদেশ। জিততে হলে বাংলাদেশকে ২৫২ রান করতে হতো নিউজিল্যান্ড সফরে সিরিজের দ্বিতীয় ম্যাচে। ১৮৪ রানে অলআউট হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ৬৭ রানে।

আর বাংলাদেশের এ হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত হলো নিউজিল্যান্ডের। অথচ ২২ ওভার শেষে বাংলাদেশের দলীয় রান ছিলো ২ উইকেটে ১০৫। এর পর বাকী সব ব্যাটসম্যান মিলে যোগ করে মাত্র ৭৯ রান। সর্বোচ্চ ৫৯ রান করেছেন ওপেনার ইমরুল কায়েস । সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন।

masrafi

বাংলাদেশের ইনিংসে ১০৫ রানে সাব্বির রহমানের বিদায়ের পর ধ্বস নামে । দুর্ভাগ্যবশত রান আউটে সাব্বিরের বিদায়ের পর খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। পরে বাকীরাও তাদের পথ অনুসরন করেন।

এর আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। স্বাগতিকরা নীল ব্রুমের অপরাজিত শতরানের সুবাদে ৫০ ওভার ব্যাটিং করে ২৫১ রান সংগ্রহ করে অলআউট হয়। তিন উইকেট পেয়েছেন মাশরাফি। আর দুটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান।

জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ৩০ রানের মাথায় তামিম ইকবালের উইকেট হারায়। উল্লেখ্য সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিলো ৭৭ রানে। শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১শে ডিসেম্বর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *