রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও করে অভিযান

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি) রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আশকোনা হাজি ক্যাম্পের কাছে জঙ্গি আস্তানা সন্দেহে একটি তিন তলা বাড়ি ঘিরে রেখেছে।
পুলিশ শনিবার ভোর থেকে ভবনটি ঘিরে রেখেছে। ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে ঘটনাস্থলে। এ ছাড়া প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সূর্য ভিলা নামক তিন তলা ভবনের নিচ তলায় অবস্থান করছেন। সেখানে নারী ও শিশু রয়েছে বলেও জানা গেছে।

বাড়িটিতে নারী জঙ্গিসহ একাধিক জঙ্গি রয়েছে বলে ঘটনাস্থল থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান। নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন এদের মধ্যে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছেন।