জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশের নববর্ষের মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পেয়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বুধবার জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর এক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। জাতিসংঘের এই তালিকার অন্তর্ভুক্ত হলে সেই আচার বা ঐতিহ্যকে রক্ষার দায় বর্তায় সংশ্লিষ্ট দেশের সরকারের ওপর।
ঢাকায় ১৯৮৯ সালে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা প্রথম শুরু হয়। চিত্রশিল্পী বিপুল শাহ শুরুর দিকে এই মঙ্গল শোভাযাত্রা আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। ইউনেস্কোর এই সিদ্ধান্তকে তিনি বাংলাদেশ এবং বাঙালির জন্য এক বিরাট অর্জন বলে বর্ণনা করেন।
এই মঙ্গল শোভাযাত্রার শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিউট থেকে। বিগত বছরগুলোতে এটি বাংলাদেশের আরও অনেক জায়গাতেও ছড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিরাও মঙ্গল শোভাযাত্রার আয়োজন কর থাকেন। এটি এখন বাঙালির প্রাণের অনুষ্ঠানে পরিণত হয়েছে।