২৪ নভেম্বর খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেছে আদালত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আদালত আগামী ২৪ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য দিন ধার্য করেছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়ার পক্ষ থেকে দুই সপ্তাহের জন্য সময়ের আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেন। খালেদা জিয়া আজ সকাল ১১ টার দিকে ঢাকা

বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে উপস্থিত হন।
বেগম জিয়া আদালতে হাজির হয়ে দুই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করেন। আজ মামলা দুটির তদন্ত কর্মকর্তার জেরার দিন ধার্য ছিল।