মসুলে হাজার হাজার মানুষকে মানবঢাল করেছে আইএস

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

জাতিসংঘ অভিযোগ করেছে  ইসলামিক স্টেট মসুলের লড়াইয়ে হাজার হাজার মানুষকে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

ইরাকী সরকারি বাহিনী, কুর্দি বাহিনী ও বিভিন্ন মিলিশিয়া গ্রুপ মিলে চার দিক থেকে হামলা চালাচ্ছে ইসলামিক স্টেটকে হটিয়ে মসুলের নিয়ন্ত্রণ নিতে।

জাতিসংঘ জানিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গীরা মসুলে ইরাকী নিরাপত্তা বাহিনীর ১৯০ জন সাবেক সদস্য এবং ৪২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে।আর এই লড়াইয়ের মাঝে মসুলে প্রায় পনের লাখ মানুষ আটকে পড়েছেন।

মসুল দখলের এই লড়াই তীব্র হলে ইসলামিক স্টেট নিজেদের রক্ষায় এসব মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে আশংকা বাড়ছে।

iraqi

জাতিসংঘের একজন মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন রিপোর্ট এসেছে যে মসুলের বিভিন্ন উপশহর থেকে ইসলামিক স্টেট বেসামরিক লোকজনকে শহর কেন্দ্রে নিয়ে জড়ো করছে।আইএস প্রায় ছয় হাজার নারী, পুরুষ এবং শিশুকে অপহরণ করে নিয়ে গেছে।

iraqi1

নিজেদের সামরিক স্থাপনাগুলো রক্ষার জন্য ‘আইএস এসব বেসামরিক জিম্মিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে কাপুরোষোচিত কৌশল নিয়েছে’, বলছেন ঐ মুখপাত্র।

তবে তার মতে জিম্মি বেসামরিক মানুষের সংখ্যা বাস্তবে আরো অনেক বেশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *