খাদিজাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটে বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগমকে আজ সকালে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।
গত ৩রা অক্টোবর তাকে কুপিয়ে মারাত্মক আহত করে স্থানীয় ছাত্রলীগ নেতা বদরুল আলম।এরপর থেকেই মাথায় গুরুতর আঘাত নিয়ে খাদিজা ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রথমদিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ১৫ই অক্টোবর তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে হাই ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হয়।খাদিজার অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি ইউনিট’ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য মঙ্গলবার খাদিজার বাবা তাঁর সাথে কথা বললে তিনি তাঁর বাবাকে চিনতে পারেন। বাবাকে বাবা বলে ডাকেন তবে মাকে আন্টি বলেছেন। সেসব কথা ছিল অসংলগ্ন।
তাঁর হাতে একটি বড় ক্ষত আছে। ১৭ই অক্টোবর হাতে একটি অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তার চিকিৎসকেরা জানিয়েছেন ২/৩ সপ্তাহ পর তার হাতে আরো একটি অস্ত্রোপচার প্রয়োজন হবে।