ইরাকে সালফার প্ল্যান্টে আগুন দিয়েছে আইএস

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

কাইয়ারাতে একটি সালফার প্ল্যান্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা আগুন লাগিয়ে দিলে তা থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে।ইরাকে মসুল পুনর্দখলের জন্য লড়াইয়ের সময় এ ঘটনা ঘটে।

moshul

একজন ইরাকি কমান্ডার জানিয়েছেন অন্তত দুজন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। মার্কিন সৈন্যরা বলছে, এ সপ্তাহের প্রথম দিকে ইরাকি বাহিনীর অগ্রযাত্রার মুখে পালিয়ে যাবার সময় আইএস কারখানাটিতে আগুন দেয়। তারপর বাতাসে ধূয়া ছড়িয়ে পড়ে।

moshul1

রয়টারের খবরে  বলা হয়, প্রায় এক হাজার লোক শ্বাসপ্রশ্বাসের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।মসুলের কাছে অবস্থানরত মার্কিন সৈ্ন্যরাও এ জন্য গ্যাস মুখোশ পরে থাকে।কাইয়ারাতে কারখানাটির নিকট মসুল অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তার জন্য একটি কেন্দ্র গড়ে তুলেছে মার্কিন সেনাবাহিনী।খবরঃবিবিসি ও রয়টার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *