খাদিজার শরীরের বামদিক এখনো পুরো অবশ

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
সিলেটে বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগমের হাতে আজ একটি অস্ত্রোপচার করার কথা রয়েছে।গত ৩রা অক্টোবর স্থানীয় ছাত্রলীগ নেতা বদরুল আলম তাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
এরপর থেকেই খাদিজা মাথায় গুরুতর আঘাত নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বেশ কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
হাসপাতাল সূ্ত্রে জানা যায় খাদিজার অবস্থার বেশ উন্নতি হয়েছে।তাকে লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশন খুলে আইসিইউ থেকে সরিয়ে নেয়া হয়েছে। তার শরীরের বামদিক এখনো পুরো অবশ। সে এখনো কথা বলছে না তবে চোখ খুলছে।মুল আঘাতটি রয়েছে তার মস্তিষ্কের ডান দিকে। আর সেজন্যেই তার শরীরের বামদিক এখনো অবশ বলে জানা যায়। সে কতদিনের মধ্যে উঠে দাড়াতে পারবে সেটা বলা যাচ্ছে না।
৩রা অক্টোবর বিকেলে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে খাদিজাকে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম।ঘটনার পর প্রথমে মূমুর্ষ অবস্থায় সিলেটে তাকে চিকিৎসা দেয়া হয়।পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।