২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড ২১২

গত ২৪ ঘন্টায় করোনায় ২১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১৩২৪ জন। দেশে করোনা অতিমারি শুরুর পর থেকে এটি একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৬০০৪ জন ও ১০০০৫৪৩ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.৪৯ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৬০৩৮ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৬২৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৬৫৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২১২ জন মারা গেছেন তার মধ্য ১১৯ জন পুরুষ ও ৯৩ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৯৬ জন হাসপাতালে ও ১৬ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৯০ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৫৩ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগে ৭৯ জন, চট্রগ্রাম বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশালে ৫ জন, সিলেট বিভাগে ৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু ১৯৯ জন

গত ২৪ ঘন্টায় করোনায় ১৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১৬৫১ জন। দেশে করোনা অতিমারি শুরুর পর থেকে এটি একদিনে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫৭৯২ জন ও ৯৮৯২১৯ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৩১.৬২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.৪১ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৫৮৪৪ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৫৬৩৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৬৮৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১৯৯ জন মারা গেছেন তার মধ্য ১৩৩ জন পুরুষ ও ৬৬ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৮৭ জন হাসপাতালে ও ১২ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১০৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৬৫ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগে ৫৫ জন, চট্রগ্রাম বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে বেশী মৃত্যু ২০১

গত ২৪ ঘন্টায় করোনায় ২০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১১৬২ জন। দেশে করোনা অতিমারি শুরুর পর থেকে এটিই একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫৫৯৩ জন ও ৯৭৭৫৬৮ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৩১.৩২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.১৩ শতাংশ। বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৫৯৮৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৫০৫০২ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৫৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২০১ জন মারা গেছেন তার মধ্য ১১৯ জন পুরুষ ও ৮২ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৮৯ জন হাসপাতালে ও ১২ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১১৫ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৫৮ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, চট্রগ্রাম বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশালে ৭ জন, সিলেট বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছে।

দেশে করোনা মহামারি শুরুর পর গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আক্রান্ত ১১৫২৫

গত ২৪ ঘন্টায় করোনায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১৫২৫ জন। করোনা অতিমারি শুরুর পর থেকে এটিই একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫৩৯২ জন ও ৯৬৬৪০৬ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৩১.৪৬ শতাংশ। আর এটিই দেশে করোনা সনাক্তের সর্বোচ্চ হার। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.২২ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৫৪৩৩ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৪৪৫১৫ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৬৬৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১৬৩ জন মারা গেছেন তার মধ্য ৯৮ জন পুরুষ ও ৬৫ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৫৮ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৯১ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৪৫ জন, রাজশাহী বিভাগের ২৪ জন, খুলনা বিভাগে ৪৬ জন, চট্রগ্রাম বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশালে ৬ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছে।

দেশে করোনা মহামারি শুরুর পর গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আক্রান্ত ও মৃত্যু

গত ২৪ ঘন্টায় করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৯৯৬৪ জন। করোনা অতিমারি শুরুর পর থেকে এটিই একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫২২৯ জন ও ৯৫৪৮৮১ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৯.৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় সনাক্তের হার ১৪.১৩ শতাংশ। সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৫১৮৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৩৯০৮২ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৪০০২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬৭৫৭৫৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১৬৪ জন মারা গেছেন তার মধ্য ১০৯ জন পুরুষ ও ৫৫ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৪৪ জন হাসপাতালে ও ১৫ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৮৩ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৪০ জন, রাজশাহী বিভাগের ১৬ জন, খুলনা বিভাগে ৫৫ জন, চট্রগ্রাম বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশালে ৯ জন, সিলেট বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছে।

শীঘ্রই আবার চালু হচ্ছে টিকার নিবন্ধন, সর্বনিন্ম বয়স হবে ৩৫

দেশব্যপী আবারও করোনাভাইরাসের টিকার নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে। এবার টিকা প্রদানের ক্ষেত্রে সর্বনিন্ম বয়স রাখা হবে ৩৫। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম আজ (সোমবার) গনমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। এখন থেকে পয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিরাও নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে ৩রা জুলাই পর্যন্ত করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২৮২৮৬৯ জন। এর মধ্য প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে অ্যাস্ট্রাজেনেকার ১০১১১৭২২ ডোজ, সিনোফার্মের ৮০৯৮৫ ডোজ ও ফাইজারের ২৭৪২ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

দেশে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু

গত ২৪ ঘন্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এটিই একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৬৬১ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫০৬৫ জন ও ৯৪৪৯১৭ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৮.৯৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় সনাক্তের হার ১৪.০৫ শতাংশ। রবিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪৬৯৮ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৩৩৮৯৭ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে মোট ২৯৮৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ৬৭২৩৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১৫৩ জন মারা গেছেন তার মধ্য ৯৬ জন পুরুষ ও ৫৭ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৪৪ জন হাসপাতালে ও ৯ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৭০ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৪৬ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগে ৫১ জন, চট্রগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১৫ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৯ জন রয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৬২১৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪৯১২ জন ও ৯৩৬২৫৬ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় সনাক্তের হার ১৩.৯৯ শতাংশ। শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩৭৭৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮২৯১৯৯ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে মোট ২২৬৮৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। .২৪ ঘন্টায় যে ১৩৪ জন মারা গেছেন তার মধ্য ৮৪ জন পুরুষ ও ৫০ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১২৭ জন হাসপাতালে ও ৭ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৬৫ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৩৮ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগে ৩৯ জন, চট্রগ্রাম বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ১৫ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছে।

দেশে ২৪ ঘন্টায় করোনায় ১৩২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৪৮৩ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪৭৭৮ জন ও ৯৩০০৪২ জন। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৯৪ শতাংশ। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৮.২৭ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪৫০৯ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮২৫৪২২ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৬৬টি ল্যাবে মোট ৩০০১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। .২৪ ঘন্টায় যে ১৩২ জন মারা গেছেন তার মধ্য ৮১ জন পুরুষ ও ৫১ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১১৯ জন হাসপাতালে ও ১৩ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৬৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৩০ জন, রাজশাহী বিভাগের ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, চট্রগ্রাম বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ২ জন, সিলেট বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন রয়েছে।

দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৩০১ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪৬৪৬ জন ও ৯২১৫৫৯ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৫.৯০ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৮৮ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪৬৬৩ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮২০৯১৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৬৫টি ল্যাবে মোট ৩২০৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১৪৩ জন মারা গেছেন তার মধ্য ৯০ জন পুরুষ ও ৫৩ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৩২ জন হাসপাতালে ও ১১ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৭০ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৩৫ জন, রাজশাহী বিভাগের ১৯ জন, খুলনা বিভাগে ৪৬ জন, চট্রগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশালে ৮ জন, সিলেট বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।

দেশে একদিনে করোনায় আরও ১১২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৩৬৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪৩৮৮ জন ও ৯০৪৪৩৬ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৩.৯৭ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৭৬ শতাংশ। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪০২৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮১১৭০০ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৬৫টি ল্যাবে মোট ৩১৯৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫৭৩৮২২টি। ২৪ ঘন্টায় যে ১১২ জন মারা গেছেন তার মধ্য ৬৭ জন পুরুষ ও ৩৫ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৯৯ জন হাসপাতালে ও ১৩ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৬১ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ২২ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগে ৩৫ জন, চট্রগ্রাম বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছে।

মনে হল কিয়ামত শুরু হয়ে গেছে

রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারের ওয়ারলেস রেলগেইট সংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় আকাশ বাতাস প্রকম্পিত করে এক ভয়াবহ বিস্ফোরন ঘটে। এই বিস্ফোরনের মূল কেন্দ্র ছিল আড়ংয়ের উল্টাপাশে রাস্তার পাশেই থাকা তিন তলা একটি পুরাতন ভবনের নীচ তলায়। এই ভবনের নীচ তলায় রয়েছে শর্মা হাউজ নামের একটি ফাষ্ট ফোডের দোকান। তার পাশেই বেঙ্গল মিটের দোকান। উপরে দুতলায় রয়েছে সিংগারের সো রুম। মূলত শর্মা হাউজেই বিস্ফোরনটি ঘটেছে বলে অবস্থা দৃষ্টে মনে করা হচ্ছে। তবে কি থেকে এই বিস্ফোরন ঘটেছে তা জানতে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে। এবং তা শীঘ্রই জানা যাবে বলে সরকারের বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে।

বিস্ফোরনে এই ভবনের নীচ তলার দেওয়াল ও পিলারগুলি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ছাদ থেকে কয়েকটি পিলার প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরনে পুরো ভবনটি ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে কোন সময় ভবনটি সম্পূর্ণভাবে ধ্বসে পড়তে পারে। ভবনটির নীচ তলা দেখলে মনে হয় এই সময় যারা ভিতরে ছিল তারা তুলার মত উড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ভবনের উল্টাপাশে রাস্তার অপর পাশে রয়েছে আড়ং ও বিশাল সেন্টার। বিস্ফোরন এতটাই তীব্র ছিল যে আড়ং ও বিশাল সেন্টারের বাহির দিকে লাগানো গ্লাসের সীট ভেঙ্গে চুরমার হয়ে যায়।

আজও ভাঙ্গা কাচের টুকরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আড়ং বিল্ডিয়ের পাচ তলা পর্যন্ত কাচ ভেঙ্গে গেছে। শুধু তাই নয় বিস্ফোরন স্থল থেকে ৩০০ ফুট দূরে রাশমনো হাসপাতাল ও গ্র্যান্ড প্লাজার গ্লাসও ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হতে দেখা গেছে। ওয়ারলেস মোড়ের বাটার ফ্লাই সো রুমের গ্লাসও ভেঙ্গে গেছে। মূল বিস্ফোরন স্থলের পাশের সকল ভবনই ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে।

বিস্ফোরনের তিব্রতায় দোকানের সাটার ও কলাপসিভল গেট উড়ে এসে রাস্তায় থাকা বাসের উপর পড়লে কয়েকটি বাস ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় বাসের অনেক যাত্রী আহত হয়। ব্যস্ত এলাকা হওয়ায় পাশ দিয়ে চলাচল রত অনেক পথচারী হতাহত হয়। বিস্ফোরনের আওয়াজ এতই প্রচন্ড ছিল যে আশ পাশের বিল্ডিয়ের মানুষ মনে করেছে কিয়ামত শুরু হয়ে গেছে।

ঘটনার পর ৭ জন নিহত ও বহুসংখ্যক আহত হয়ে বলে বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে হতাহতের সংখ্যা আরও কয়েক গুন বেশী হতে পারে।

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের নতুন রেকর্ড ৮৩৬৪ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৮৩৬৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪২৭৬ জন ও ৮৯৬৭৭০ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৭১ শতাংশ। সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩৫৭০ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮০৭৬৭৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ৩৫০৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১০৪ জন মারা গেছেন তার মধ্য ৬৮ জন পুরুষ ও ৩৬ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৯৭ জন হাসপাতালে ও ৭ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৫৮ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ২৭ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগে ৩৫ জন, চট্রগ্রাম বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছে।

দেশে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যুর নতুন রেকর্ড ১১৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৫২৬৮ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪১৭২ জন ও ৮৮৮৪০৬ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২১.৫৯ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৬৫ শতাংশ। রবিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩২৪৯ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮০৪১০৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ২৪৪০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ১১৯ জন মারা গেছেন তার মধ্য ৭৫ জন পুরুষ ও ৪৪ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১১৫ জন হাসপাতালে ও ৪ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৫৯ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ২৪ জন, রাজশাহী বিভাগের ২২ জন, খুলনা বিভাগে ৩২ জন, চট্রগ্রাম বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৯ জন, বরিশালে ২ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।

সোমবার ভোর থেকে ১লা জুলাই ভোর পর্যন্ত চলাচলে বিধিনিষেধ

৩ দিনের বিধি নিষেধ দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। কাল ভোর থেকে গণ পরিবহন, সপিংমল ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। অফিস আদালত খোলা থাকবে। তবে কর্মী আনা-নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠানের। হোটেল-রেস্তোরা বন্ধ থাকবে। অনলাইনে কেনাকটা করা যাবে।

গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৭৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৪৩৩৪ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৪০৫৩ জন ও ৮৮৩১৩৮ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২২.৫০ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৬২ শতাংশ। শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩২৯৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮০০৮৫৪ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ১৯২৬২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৪৮২৩৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ৭৭ জন মারা গেছেন তার মধ্য ৪৮ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৭৩ জন হাসপাতালে ও ৪ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৩৮ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ১৭ জন, রাজশাহী বিভাগের ৯ জন, খুলনা বিভাগে ১৯ জন, চট্রগ্রাম বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৪ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে। আর এই লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। প্রাথমিকভাবে তা চলবে ৭ দিন। প্রয়োজন হলে পর্যায়ক্রমে লকডাউনের সময় বাড়ানো হবে। এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোভিড-১৯ সংক্রান্ত বিশেষজ্ঞ টেকনিকেল কমিটির সুপারিশে এই লকডাউন দেওয়া হচ্ছে।

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হতে পারবে না। বন্ধ থাকবে সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। শুধু জরুরী সেবা সমূহ চালু থাকবে। গন পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরী পন্য বহনকারী যানবাহন চলাচল চালু থাকবে।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬০৫৮ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৮১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৬০৫৮ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৩৮৬৮ জন ও ৮৭২৯৩৫ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৯.৯৩ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩২৩০ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৭৯৪৭৮৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ৩০৩৯১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৪৩৫৪৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ৮১ জন মারা গেছেন তার মধ্য ৫৫ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৭৬ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৩৬ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ১৩ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগে ২৩ জন, চট্রগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৭ জন, বরিশালে ৩ জন, সিলেট বিভাগে ৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৮৫ জনের

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৫৭২৭ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৩৭৮৭ জন ও ৮৬৬৮৭৭ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২০.২৭ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৫৩। বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩১৬৮ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৭৯১৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ২৮২৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৮০৫০৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ৮৫ জন মারা গেছেন তার মধ্য ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৭৫ জন হাসপাতালে ও ১০ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৪৬ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ১৯ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগে ৩৬ জন, চট্রগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশালে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় ৬৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৩০৫৭ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৩৪৬৬ জন ও ৮৪৮০২৭ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ১৮.০২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৪৫। শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ১৭২৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৭৮০১৪৬ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫২৮টি ল্যাবে মোট ১৬৯৬৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৩০৫৫০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ৬৭ জন মারা গেছেন তার মধ্য ৩৪ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৬৪ জন হাসপাতালে ও ৩ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ২৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ১৪ জন, রাজশাহী বিভাগের ৮ জন, খুলনা বিভাগে ২৪ জন, সিলেট বিভাগে ১ জন, চট্রগ্রাম বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।

1 2 3 4 5 27