টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। শনিবার সকালে কালিহাতী ও মির্জাপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় সকাল ছয়টার দিকে মির্জাপুর উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও বাসের সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত ও আরো ২০ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের মধ্যে ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রহিমা বেগম(৩০),তার সাত বছরের শিশুপুত্র বায়জীদ,কুড়িগ্রামের অলিপুর উপজেলার মহাদেবপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম।জানা যায় সকালে কুরনী নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হয়। কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে আহতদের মধ্য আরো দুইজন মারা যান।
অপরদিকে সকাল নয়টার দিকে কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর কাছে আনালিয়া বাড়ি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।
বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে নামিয়ে দেয়ার পর ফেরার পথে গতকাল সকালে কক্সবাজারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এই ঘটনায় একজন নিহত এবং তিন জন আহত হয়েছে।নিহত ব্যক্তির নাম শাহ আলম।আহত তিনজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায় সাকিব বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সকালে এই হেলিকপ্টারে করে ঢাকা থেকে কক্সবাজারের ইনানিতে যান। তিনি সেখানে নিরাপদেই পৌঁছান।তাঁকে নামিয়ে দেয়ার পর পরই সেখান থেকে কয়েকজন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি ফেরার জন্য উড়াল দিলে সৈকতেই বিধ্বস্ত হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারটির পাইলটকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যানবাহন চলাচলের জন্যে ওম্মোক্ত করে দেওয়া হয়েছে।আজ সকালে এলজিইডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোসারফ হোসেন উপস্থিত থেকে ফ্লাইওভারের এ অংশটুকু ওন্মোক্ত করেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী এ ফ্লাইওভার উদ্ভোদন করেছেন। আজ আমি শুধু ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যান চলাচলের জন্য ওন্মোক্ত করলাম।তিনি আরো বলেন আগামী বছরের জুন জুলাইয়ের মধ্যে এ ফ্লাইওভারের অন্য অংশগুলি চালু হবে।আশা করি তখন এ এলাকায় জানজট থাকবে না।
ব্যস্ত রাস্তার ওপর ফ্লাইওভার নির্মান কাজ করার ফলে একদিকে যেমন নির্মান কাজ ব্যহত হ্য় অন্যদিকে যানবাহন ও সাধারন মানুষের চলাচলে ব্যপক ভুগান্তির সৃস্টি হয়। দীর্ঘ প্রতিক্ষার পর ইস্কাটন থেকে মগবাজার ওয়্যারলেসগেট অংশ যানবাহন চলাচলের জন্যে ওম্মোক্ত হওয়ায় মানুষের কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য এ ফ্লাইওভারের রমনা থেকে সাতরাস্তা অংশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০শে মার্চ উদ্ভোদন করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হবে।
হান্নান শাহের ব্যক্তিগত সহকারী মো. ইউনূস বাবুল সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে চিকিত্সকদের বোর্ড সভা শেষে জানানো হয়, হান্নান শাহকে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে নেয়া দরকার। তিনি আরো জানান, হান্নান শাহের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেয়া হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে সিঙ্গাপুরে নেয়া হবে।
হান্নান শাহ(ফাইল ফটো)
কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে বুকে ব্যথা অনুভব করেন হান্নান শাহ। তারপরই তাকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।মূলত সিএমএইচে নেওয়ার পরই তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।শুক্রবার তার অবস্থা কিছুটা ভাল হওয়ায় লাইফ সা্পোর্ট্ সরিয়ে আইসিউতে নেওয়া হয়।শনিবার সকাল থেকে তার অবস্থার আবার অবনতি হয়।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই ‘সৌজন্য সাক্ষাতের’ সূচি রয়েছে সোমবার বিকাল পৌনে ৫টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রওনা দিয়ে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন । সফর শেষে ২৬ সেপ্টেম্বর তার দেশে ফিরার কথা। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে রাষ্ট্রপতিকে অবহিত করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদ সভায় ও গ্লোবাল ফান্ড সম্মেলনে যোগ দিতে ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন ।
রাজশাহী বিশবিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আক্তার জাহান জলির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ময়না তদন্তকারী ডাক্তার মৃতের সুরতহাল রিপোর্ট অনুযায়ী এমত দিয়েছেন।শনিবার দুপুরে মৃতদেহের সুরতহাল ও ময়না তদন্ত সম্পূ্র্ণ হয়।তবে ময়নাতদন্তের রিপোর্ট বের হলে আসল কারণ জানা যাবে।ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার আমীর জাফর সুরতহাল করার পর সাংবাদিকদের বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরাধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিতভাবেবলতে পারব।’
তিনি আরো জানান পরিবারের সদস্যরা অভিযোগ দিলে সেই অনুযায়ী তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
রাজধানীর উপকন্টে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকার ট্যাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় আজ সকালে বয়লার বিস্ফোরণে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা্য মহিলা ও শিশুসহ ২৩ জন নিহত ও শতাধিক শ্রমিক ও পথচারী আহত হয়েছে। চারতলা ভবনের একাংশ ধ্বসে পড়ে আগুনের তীব্রতায়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কারখানা ছাড়িয়ে সংলগ্ন বাসাবাড়ি, গোডাউন, ব্যাংক ও কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।
টঙ্গী, গাজীপুর, ঢাকার কুর্মিটোলা ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের ডিডি বদিউজ্জামানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায় বয়লারটি কারখানার মূলফটকে থাকায় বিস্ফোরণে দেয়াল ধ্বসে পড়ায় এবং কালো ধোয়ার কুণ্ডলীর কারণে শ্রমিকরা বের হতে পারেনি।ফায়ার সার্ভিসের লোকজন সকাল ১১টা পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছে বলে জানা যায়। দেয়ালচাপা পড়ে আছে বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ২৫টি ইউনিট কাজ করছে।
শনিবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে চট্টগ্রামের আনোয়ারার সাত্তার মাঝিরঘাট সংলগ্ন এলাকা থেকে ১৯ কোটি টাকা মূল্যের প্রায় চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
জানা যায় মায়ানমার থেকে ইয়াবাভর্তি একটি বোট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরের অদূরে গভীর সমুদ্রে অপেক্ষা করছে এবং সাত্তার মাঝিরঘাটের আশপাশের এলাকায় এসব ইয়াবা খালাস হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।কোস্ট গার্ডের সদস্যরা এসময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে বোটটি না থেমে পালিয়ে যাওয়ার সময় সাগর সৈকতে আটকে যায়। ইয়াবা পাচারকারীরা বস্তাভর্তি ইয়াবা নিয়ে পালানোর সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিলে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।
চামড়া ব্যবসায়ীরা কোরবানীর পশুর চামড়ার দাম ঠিক করেছেন।এবারের দাম গতবারের তুলনায় সামান্য কম।পশু ও আকার ভেদে দাম বিভিন্ন রকম। ঢাকায় লবনযুক্ত গরুর চামরার দাম ধরা হয়েছে প্রতিবর্গফুট ৫০টাকা, ছাগলের চামড়ার দাম ধরা হয়েছে ২০টাকা, আর ভেড়ার চামড়ার দাম ১৫ টাকা।ঢাকার বাইরে লবনযুক্ত গরুর চামড়ার দাম হবে প্রতিবর্গফুট ৪০ টাকা।
গত বছর ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকায় কিনেছেন। প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা; আর সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ থেকে ২২ টাকা এবং বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকায় সংগ্রহ করা হয়েছিল।আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কিছুটা কমে যাওয়ায় এবার দাম কিছুটা কমেছে।
সরকারের তথ্য অনুযায়ী, এ বছর দেশে কোরবানির উপযোগী প্রায় ৩৩ লাখ গরু ও মহিষ মজুদ আছে, যা চাহিদার সমান। ফলে এ বছর ভারত থেকে গরু না আনলেও চলবে।
সরকার একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধী যাদের বিচারকার্য শেষ হয়েছে তাদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আনিসুল হক বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সম্পত্তির বিষয়ে ব্যবস্থা নিতে নতুন আইন করার চিন্তাভাবনা করা হচ্ছে।তিনি আরো জানিয়েছেন, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচারের লক্ষ্যে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষায় আছে।
‘খাদ্য বান্ধব’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, রোগে-শোকে ভুগবে না।বুধবার সকালে কুড়িগ্রামের চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশে কোনো মানুষ যেন দরিদ্র না থাকে, বাংলাদেশ সমৃদ্ধ হবে, উন্নত হবে এ লক্ষ্যে আমরা এই কর্মসূচি চালু করেছি। তিনি আশা প্রকাশ করে বলেন, এই অঞ্চলে আর কোনদিন মঙ্গা হবে না। মানুষ না খেয়ে মরবে না। তারা যেন স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। ‘মঙ্গা’ শব্দটা যেন কুড়িগ্রাম বা রংপুরবাসীকে আর না শুনতে হয় সে ব্যবস্থা করা হয়েছে।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে ৭৫০০০০ টন চাল বিতরণ করা হবে। হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-নভেম্বর এই পাঁচ মাস এই সুবিধা পাবে। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। এ কর্মসূচিতে নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে ।
সর্বশেষে তিনি বলেন, “গরীবদের মধ্যে ১০টাকায় চাল বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করলাম”।
পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের পদত্যাগপত্র কার্যকর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদত্যাগপত্র গ্রহণ করে তাকে পুলিশ বিভাগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপ-সচিব ইলিয়াস হোসেন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে তার এ অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল(অবঃ) হান্নান শাহ গুরুতর অসুস্থ্য হয়ে সিএমএইচে লাইফ সাফর্টে আছেন। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি হন তিনি।তার ব্যক্তিগত কর্মকর্তা অনন্ত জানান, আজ সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন লাইফ সাপোর্টে আছেন।
১৯৭১ সালে জামাতের ছাত্রনেতা মির কাসেম চট্টগ্রামে মহামায়া ভবন নামে একটি বাড়ি দখল করেন যার মালিক ছিল একটি হিন্দু পরিবার। সেই বাড়িতেই ডালিম হোটেল বানান কাসেম। মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু হিন্দু যুবকদের ধরে নিয়ে গিয়ে সেখানে নির্যাতন করে হত্যা করা হত বলে অভিযোগ। দেহ ফেলে দেওয়া হত কর্ণফুলি নদীতে। পাক সেনাবাহিনী ঢাকায় ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণের আগের রাতে কাসেম ও তার বাহিনী পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা এই হোটেল দখল করে বন্দিদের মুক্ত করেন। এরপর সৌদি আরব থেকে ফিরে গা ঢাকা দেওয়া কাসেম সেনা শাসক জিয়াউর রহমানের আমলে ফের প্রকাশ্যে রাজনীতি শুরু করেন।
মধ্যপ্রাচ্য থেকে আনা নানা ধরনের অনুদানের মাধ্যমে তিনি বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে উঠেন। সরকারি হিসেব অনুযায়ী কাসেমের সম্পদের পরিমাণ ১২ হাজার কোটি টাকা। বিচার প্রক্রিয়া বন্ধ করতে তিনি কোটি কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক লবিস্ট সংস্থা নিয়োগ করেন। বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হানার পেছনেও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ ও কামেসের ফাঁসি রদের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন গোয়েন্দারা। খবরঃওয়েব ডেস্ক
মীর কাশেম আলী ছিলেন ইসলামী ভাবধারার একজন প্রভাবশালী ব্যবসায়ী।তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক পরিচালক, দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান ও দিগন্ত টিবির মালিক ছিলেন।ইবনেসিনা ট্রাষ্ট ও রাবেতা আল আলম আল ইসলামী এনজিওরও প্রতিষ্টাতা ছিলেন তিনি।জামাতে ইসলামীর মজলিশে সুরার সদস্য ছিলেন তিনি।জামাতে ইসলামীর সবচেয়ে সম্পদশালী সদস্য ও এদলটির অর্থের যোগান্দাতাও ছিলেন তিনি।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ২রা নভেম্বর ২০১৪ সালে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। ৩রা সেপ্টেম্বর ২০১৬ সালে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
মীর কাশেম আলী ১৯৫২ সালের ৩১শে ডিসেম্বর মানিকগঞ্জের সূতালড়ি ইউনিয়নের মুন্সী্ডাঙ্গী গ্রামে জন্ম গ্রহন করেন।মীর কাশেম আলীর পিতার নাম মীর তৈ্য়ব আলী ও মাতার নাম রাবেয়া বেগম।মীর কাশেম আলীর বাবা ছিলেন রেলত্তয়ের একজন চতুর্থ শ্রেনীর কর্মচারী।
মীর কাশেম আলী ১৯৬৭ সালে চিটাগাং কলেজিয়েট স্কুলে পড়ার সময় ইসলামী ছাত্রসংগে যোগদান করেন।তিনি জামাতে ইসলামীর মূল অর্থের যোগান্দাতা ছিলেন।তিনি দলটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
মীর কাশেম আলী কেয়ারী লিঃ এর চেয়ারম্যান, ইবনেসিনা ফার্মাসিউটিকেলের মার্কেটিং ডাইরেক্টর, ফুয়াদ আল খতিব চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য সচিব ছিলেন।শিল্পপতি ও ব্যবসায়ী কল্যান ট্রাষ্ট, আল্লামা ইকবাল সংসদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, চিটাগাং, দারুল ইসান বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর স্ট্রাটেজি ও পিস স্টাডিজের ব্যবস্তাপনায়ও ছিলেন তিনি।
১৯৭১ সালে মীর কাশেম আলী চিটাগং কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তিনি ইসলামী ছাত্রসংগ, চিটাগং এর সভাপতি ছিলেন। ১৯৭১ সালের নভেম্বরে তিনি ইসলামী ছাত্রসংগের গুরুত্বপূ্র্ণ নে্তা হিসাবে আবির্ভূত হন।একই বছর তিনি পূ্র্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংগের জেনারেল সেক্রেটারী নিযুক্ত হন।জামাতে ইসলামী ও ইসলামী ছাত্রসংগ মিলে আল বদর বাহিনী গঠন করে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগিতায় ১৯৭১ সালে মুক্তিবাহিনী ও স্বাধীনতাকামী মানুষের ওপর বর্বর নির্যাতন শুরু করে।
আল বদর বাহিনী চিটাগাং এর আন্দরকিল্লার মহামায়া বিল্ডিং দখল করে এর নাম রাখে ডালিম হোটেল।এ বিল্ডিং এর মালিক ছিল এক হিন্দু পরিবার।এই কুখ্যাত ডালিম হোটেলে ১৯৭১ সালে মুক্তিকামী মানুষ ও মুক্তিযুদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হত।এটি তখন টরচার সেল হিসাবে ব্যপক পরিচিতি লাভ করে। মুক্তিবাহিনী সদস্য কিশোর মুক্তিযোদ্ধা জসিম, টানটু সেন ও রঞ্জিত দাস এ টরচার সেলেই নিহত হয়। স্বাক্ষী প্রমানের ভিত্তিতে জানা যায় এই টরচার সেলের কমান্ডার ছিলেন মীর কাশেম আলী।স্বা্ধীনতার পর কাশেম সৌদি আরবে পালিয়ে যায়।
১৯৭৭ সালে দেশে ফিরে জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির গঠন করেন তিনি এর প্রেসিডেন্ট হন।এই ইসলামী ছাত্র শিবির ছিল ইসলামী ছাত্রসংগের নতুন নাম।
১৭৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিরুদ্ধে ওয়ার ক্রাইম ট্রাইবুনালে ১৪টি অভিযোগ আনা হয়।যার মধ্যে ১০টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। ২টি অভিযোগে ওয়ার ক্রাইম ট্রাইবুনাল তাকে মৃত্যুদন্ড দেয়।মীর কাশেম আলী সুপ্রিম কোর্টে আপিল করলে তার মৃত্যুদন্ড বহাল থাকে।অবশেষে তার রিভিউ পিটিশনও আপিল বিভাগ খারিজ করে দেয়। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ৩রা সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হয়।