ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে আবার গ্রেপতারী পরোয়ানা জারি হয়েছে। চিত্রনির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালে শাকিল নুরানির ‘জান কি বাজি’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তি সই করে ৫০ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন তিনি।
কিন্তু দু’দিন শুটিংয়ে যাওয়ার পর আর যাননি। অপরদিকে টাকাও ফেরত দেননি। এই ঘটনায় শাকিলের অভিযোগের ভিত্তিতে ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ সঞ্জয়কে নির্দেশ দেয়, শাকিলকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে। সঞ্জয় দত্ত তাতেও পাত্তা না দিলে শাকিল নুরানি বম্বে হাই কোর্টে মামলা করেন। শাকিল অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার জন্য করাচি এবং দুবাই থেকে ফোনে হুমকি আসে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠ ও মাঠের বাইরে–দু’জায়গাতেই সমান জনপ্রিয়। আর মহিলা মহলে বরাবরই তিনি জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থানে আছেন। তিনি প্রায়শই বিভিন্ন মহিলার সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনামে উঠে আসেন। কিন্তু এবার তার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। এখানেই শেষ নয়, রোনাল্ডো নাকি সেই কথা গোপন রাখতে ধর্ষিতাকে মোটা অঙ্কের অর্থও দিয়েছেন। তবে এ সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুরন্ত ফর্মে থাকা রিয়েল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
একটি জার্মান ম্যাগাজিন দাবি করেছে, পর্তুগিজ তারকা রোনাল্ডো ২০০৯ সালে এই কাণ্ড ঘটিয়েছিলেন। তার পরের বছর ৩ লক্ষ ইউরো দিয়ে ওই মহিলার মুখ বন্ধ করেছিলেন তিনি। জার্মান ম্যাগাজিনের এমন খবরে ক্ষুব্ধ ও বিরক্ত রিয়েল স্ট্রাইকারের এজেন্টও। তিনি জানান, রোনাল্ডোর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একে ‘অবাস্তব সাংবাদিকতা’ বলেও ব্যাখ্যা করেন তিনি।
ওই ম্যাগাজিন দাবি করছে, নির্যাতিতা একটি চিঠি প্রকাশ্যে এনেছিলেন। আর তা থেকেই সাংবাদিকরা ঘটনাটি জানতে পারেন। কিন্তু ওই যুবতী নিজের পরিচয় জানাতে অস্বীকার করেন। ইতিমধ্যেই এই অভিযোগের কথা রোনাল্ডোর কানে গিয়ে পৌঁছেছে। রোনাল্ডো পক্ষ থেকে ওই জার্মান ম্যাগাজিনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার অসুস্থ্য হয়ে শাকিব খান গিয়েছিলেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে। শাকিব-অপু টানা পোড়েনের মধ্য শাকিবের হাসপাতালে যাওয়াটা বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। দেশব্যপী এ নিয়ে ব্যপক আলোচনা হয়। জানা যায় অপু বিশ্বাসও শাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। পরে ওই রাতেই শাকিব ও অপু রাজধানীর একটি রেস্টোরেণ্টে সাংবাদিকদের সাথে কথা বলেছেন।
তারপর দিনই শাকিব খানের রংবাজ ছবির নায়িকা সবনম বুবলিও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিসা নিয়েছেন বলে জানা গেছে। ঠিক কি সমস্যা নিয়ে বুবলি হাসপাতালে গিয়েছিল তা জানা যায়নি। তবে তিনি গতকাল রাত ১০টার দিকে ইউনাইটেড হসপিটালে যান আর রাত ৩ টায় ফিরে আসেন বলে জানা গেছে।
গত কিছুদিন যাবত শাকিব-বুবলিকে নিয়ে গুঞ্জন চলছিল। আর এ গুঞ্জনের সূত্রপাত শাকিবের প্রস্তাবিত নতুন ছবি রংবাজের নায়িকা বুবলিকে নিয়ে। আর এটাকে কেন্দ্র করেই অপুর টিভি লাইভে আসা। বেড়িয়ে আসে শাকিব-অপুর বিয়ে ও তাদের সন্তানের কথা। শুর হয় সাকিব-অপু বিতর্ক। দেশবাসীর সহানুভুতি পান অপু। অপরদিকে শাকিব খানকে নিয়ে চলে নিন্দার ঝড়। এমন অবস্থায় শাকিব খানের অসুস্থ্যতা শাকিবকে কিছু সহানুভুতি এনে দেয়। ফলে আপাতভাবে মনে হচ্ছে শাকিব-অপু ব্যালান্স অবস্থায় আছেন। কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে বুবলি। তিনি কোনঠাসা হয়ে পড়েন। ফলে অনেকে মনে করছেন তিনিও দর্শকের সহানুভুতি পাওয়ার জন্য অসুস্থ্যতার ভান করে ইউনাইটেড হসপিটালে যান। এটাকে অনেকে আবার ফিল্মি পলিটিকস বলছেন।
পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোন পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমী কর্তৃক নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।
বাংলা দিনপঞ্জীর সাথে হিজরী এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুর হয় ইউটিসি±০০:০০ অনুযায়ী। পহেলা বৈশাখ রাত ১২ টা থেকে শুরু না সূর্যোদয় থেকে শুরু এ নিয়ে ভিন্নমত রয়েছে, ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।
হিন্দু সৌর পঞ্জিকা অনুসারে বাংলা বার মাস অনেককাল আগে থেকেই পালিত হতো। এই সৌর পঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। হিন্দু সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মনিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিল নাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হত। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হত। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হত।
ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরী পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হত। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। সম্রাটের আদেশ মতে তৎকালীন বাংলার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেহউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ই মার্চ বা ১১ই মার্চ থেকে বাংলা সন গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় (৫ই নভেম্বর, ১৫৫৬) থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে “বঙ্গাব্দ” বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়।
আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদ্যাপন শুরু হয়। তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পর দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হত। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে হালখাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা, সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয়। হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে, বিশেষত স্বর্ণের দোকানে।
আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওযা যায়। পরবর্তীকালে ১৯৬৭ সনের পূর্বে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি তেমন একটা জনপ্রিয় হয় নি। সূত্রঃ বাংলা উইকিপিডিয়া থেকে নেওয়া।
দুপুরে অসুস্থতা নিয়ে হাসপাতালে এসেছেন ঢাকার চলচ্চিত্র নায়ক শাকিব খান। ল্যাব এইড হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত করা হয়। গত কয়েকদিন যাবত তার স্ত্রী ও সন্তান নিয়ে দেশব্যপী ব্যপক আলোচনা-সমালোচনা চলে। এ কয়দিন স্যুশাল মিডিয়াও ছিল বেশ সরগরম। তবে কি ধরনের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে এসেছেন তা জানা যায়নি।
সম্প্রতি তার স্ত্রী অপু বিশ্বাসের টিভি চ্যানেলে একটি লাইভ শো নিয়ে মুলত এ বিতর্কের সূত্রপাত। বিয়য়টি নিয়ে চারদিকে ব্যপক সমালোচনার ঝড় উঠে। নিউজ ২৪-এ এ দেয়া ওই সাক্ষাতকারে অপু বিশ্বাস জানান শাকিব খানের সাথে তার বিয়ে হয়েছে এবং আব্রাহাম খান জয় নামে তাদের একটি ছেলেও আছে। ২০০৮ সালের ১৮ই এপ্রিল তাঁদের বিয়ে হয়। অপু বলেন, শাকিবকে বিয়ে করে তিনি নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান।
শাকিবের কেরিয়ারের কথা বিবেচনা করে ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়। তারপর তিনি চলচ্চিত্র থেকে সরে আসেন। গনমাধ্যম বিষয়টি নিয়ে ঝড় তুলে। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শাকিব খান আব্রাহাম খান জয় তার সন্তান বলে জানান। তিনি অপু বিশ্বাসের দায়িত্ব নেবেননা বলে জানান। পরে তিনি নিজেকে শুধরে বলেন স্ত্রী ও সন্তানের কাছেই ফিরে যাবেন তিনি। অপু বিশ্বাস বাংলার এই খানের এ বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বাংলাদেশের সর্বত্রই এখন অপু বিশ্বাস, শাকিব খান আর শাকিব খানের নতুন নায়িকা বুবলিকে নিয়ে ব্যপক আলোচনা-সমালোচনা চলছে। আর এ আলোচনার বিষয় হল দীর্ঘ আট বছর আগে অপু-শাকিবের বিয়ে ও তাদের সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে। আবার এ আলোচনার মাত্রাকে আরো বাড়িয়ে দিয়েছেন শাকিব খানের নতুন নায়িকা শবনম বুবলি। বিষয়টি নিয়ে এবার মন্তব্য করলেন, এই ঘটনায় আলোচিত আরেক নায়িকা শবনম বুবলি।
বুবলি নিজের ফেসবুক পাতায় এক পোস্টে অপু বিশ্বাসকে উদেশ্য করে অনেকগুলো প্রশ্ন রেখেছেন। তিনি অপু বিশ্বাসের বিভিন্ন অভিযোগ ও দাবীর সত্যতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বুবলি জানতে চেয়েছেন, অপু বিশ্বাস এত দিন কেন স্ত্রীর মর্যাদা চাননি? তিনি অভিযোগ করেছেন, শাকিব খানের সঙ্গে অন্য কোন জুটি প্রতিষ্ঠিত হোক, তা চাননি বলেই স্ত্রী ও সন্তানের মা হিসেবে নিজের মর্যাদা এতদিন চাননি অপু বিশ্বাস। শাকিবের নতুন এ নায়িকা মন্তব্য করেছেন নতুন আরেকটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে আমি অভিনয় করতে যাচ্ছে শুনেই অপু এই কাজ করেছেন।
শাকিব খান আর বুবলির অন্তরঙ্গের বিষয়টি অপু বিশ্বাস মেনে নিতে পারেননি বলে গতকাল সোমবার একটি টিভি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দিয়ে বিয়ে এবং সন্তানের কথা তুলে ধরেছেন। টিভি লাইবে তাদের সন্তানও ছিল। অপু বলেছেন ২০০৮ সালে শাকিব খানের সাথে তার বিয়ে হয়। তাদের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ের কথা এতদিন গোপন রেখেছেন। সূত্রঃবিবিসি
সোমবার বাংলাদেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের দীর্ঘদিন ধরে গোপন রাখা বিয়ে ও সন্তানের খবর নাটকীয়ভাবে প্রকাশ পেয়ে যায়। কিন্তু কেন বিয়ের ঘটনা এতদিন গোপন রাখলেন তারা?
এই উপমহাদেশে এটা পুরনো একটা রীতি বা রেওয়াজ। ফিল্ম ইন্ডাস্টির মধ্য এ ধারনা প্রচলিত আছে যে তারকারা বিয়ে করলে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। দর্শক তাদের আর পছন্দ করবেন না। সে জন্য কি তারকারা বিয়ে করবেন না? করেন কিন্তু প্রকাশ করতে চান না।
সোমবার বিয়ে ও সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করেন অপু বিশ্বাস। বেসরকারি একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি তা প্রকাশ করেন। অপু জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। কিন্তু শাকিবের ক্যারিয়ারের কথা বিবেচনা করে ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়। প্রায় নয় বছর পর এই সম্পর্কের কথা প্রকাশ করে অপু বলেন, তিনি শাকিবের ভালো চিন্তা করে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তাহলে এখন কেন প্রকাশ করা হলো এ ঘটনা?
প্রায় দেড়শো সিনেমার জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। আমাদের উপমহাদেশের সিনেমা জগতে চালু রীতি হচ্ছে, জনপ্রিয় জুটি বিয়ে করে ফেললে, সাধারণত বিয়ের পর তারা জুটি বদল করেন, অর্থাৎ দুইজনই ভিন্ন নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেন। কিন্তু এক্ষেত্রে তার ভিন্নতা দেখা গেছে। কারণ শাকিব খান অপু বিশ্বাস ছাড়াও অন্য নায়িকার সাথে অভিনয় করেছেন। অপরদিকে শাকিব খান ছাড়া কারো সঙ্গে অভিনয় করেননি অপু বিশ্বাস।
সন্তান নিয়ে টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে হাজির হবার ঘটনা প্রথম হলেও, বিয়ে লুকিয়ে রাখার ঘটনা প্রথম নয়। অনন্ত জলিল ও বর্ষার বিয়ের ঘটনা অনেকটা এরকমই ছিল। একইভাবে শাকিল খান ও পপির বিয়ের ঘটনা এভাবেই প্রকাশ হয়েছিল। তবে বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে এমনটি সঠিক না। প্রয়াত অভিনেতা সালমান শাহ বিয়ে করেছিলেন সেটা সবাই জানত। কিন্তু তারপরও তিনি ব্যপক জনপ্রিয় ছিলেন। অপরদিকে মৌশমী ও ওমর সানি বিবাহিত এটা সবাই জানা সত্ত্বেও মৌসুমীর ক্যারিয়ারে তা কোন সমস্যা করেনি।
বহু প্রতিক্ষিত ‘বাহুবলি টু’ দেখার প্রথম সুযোগ পাচ্ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। যার অপেক্ষায় রয়েছে অসংখ্য সিনেমাপ্রেমী। জানা যায়, ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউট ভারতের স্বাধীনতার ৭০ বছর উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।
সেখানেই দেখানো হবে পরিচালক রাজামৌলির ‘বাহুবলি টু, দ্য কনক্লুসন’। এই সুযোগ রানীর সঙ্গে ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও মোদির উপস্থিত থাকার খবর এখনও নিশ্চিত করা হয়নি। এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে ২৪শে এপ্রিল। আর ভারতজুড়ে ছবির মুক্তি হবে ২৮ এপ্রিল। ২০১৫–এ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল রাজামৌলির ‘বাহুবলি’ । অন্যদিকে বক্স অফিস কালেকশনেও রেকর্ড গড়েছিল এই সেনেমাটি।
অস্কার মঞ্চে এক অভিনব প্রতিবাদ জানালেন ইরানের ফারহাদি। প্রতিবাদের জন্য বেছে নেওয়া হল খোদ অস্কারের মঞ্চকে। অস্কার পুরস্কারের মঞ্চ থেকেই ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ জানানো হল। মঞ্চে হাজিরই হলেন না অস্কার জয়ী পরিচালক ইরানের আসগর ফারহাদি।
ইরানের আসগর ফারহাদির পরিচালিত ‘দ্য সেলসম্যান’ বিদেশি ছবির বিভাগে সেরা ছবির পুরস্কার পায়। পরিচালক ফারহাদি ইরানের বাসিন্দা। সম্প্রতি ইরানসহ সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের পথে নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। ইরানের এই পরিচালক এই নীতিকে অমানবিক বলে প্রতিবাদ জানিয়েছেন। উৎসব মঞ্চে পাঠিয়েছেন প্রতিবাদের বার্তা। আর সেই বার্তাই পড়ে শোনানো হল। কেন তিনি পুরস্কার নিতে মঞ্চে এলেন না তা জানালেন। অস্কার পুরস্কারের পাশাপাশি এই প্রতিবাদও নজির হয়ে থাকল। খবরঃবিবিসি
কিছুক্ষণ আগে লস এঞ্জেলসে শেষ হয়েছে এবছরের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মুনলাইট’। কিন্তু প্রথমে ভুলক্রমে ‘লা লা ল্যান্ড-এর নাম ঘোষণা করা হয়। অবশ্য ভুল শোধরাতে বেশী দেরী হয়নি। এই ভুল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। অস্কারে এমন ভুল নাম ঘোষণা এর আগে কখনো হয়েছে, এমনটি কারো জানা নেই। তবে মিউজিক্যাল চলচ্চিত্র লা লা ল্যান্ড অবশ্য ছ’টি বিভাগে অস্কার জিতেছে। এবারের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। সেরা পরিচালক হয়েছেন ডেমিয়েন শ্যাযেল।
ক্যাসি অ্যাফ্লেক ‘ম্যাঞ্চেস্টার বাই দ্য সি’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার পেয়েছেন। ইরানি পরিচালক আসগর ফারহাদি ইরানসহ ছটি দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে অস্কার অনুষ্ঠান বর্জন করেছিলেন। আজগর ফারহাদির চলচ্চিত্র ‘দ্য সেলসম্যান’ই জিতলো সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের অস্কার পুরস্কার।
পর্ন তারকা মিয়া খলিফা এইচআইভি আক্রান্ত হয়েছেন এ গুজব ছড়িয়েছিল মিডিয়াতে। ফলে গোটা বিশ্বের পর্ন তারকা ও মিয়া খলিফার ভক্তরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। তবে তামাম ভক্তকুলকে স্বস্তি দিয়ে অবশেষে মিয়া জানালেন, খবরটি পুরোপুরি মিথ্যা। কিছু লোক তাঁর বিরুদ্ধে এই ধরনের প্রচার করছে চক্রান্ত করে।
মিয়া খলিফা এইচআইভি রোগে আক্রান্ত হয়েছেন এমন খবর কয়েকদিন আগে একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। ওয়েবসাইটে প্রকাশিত খবরে আরও বলা হয়, আমেরিকায় গিয়ে তিনি এইচআইভি পজিটিভ কি না সেই সংক্রান্ত পরীক্ষাও করিয়েছেন। এমনকী সেই রিপোর্টটি নাকি পজিটিভ এসেছে। এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, মিয়া খলিফার খবরটি খুবই দুঃখজনক। ওয়েবসাইটটিতে এই খবরটি বেরনোর পরেই সোশ্যাল মিডিয়ায় সে়টি ভাইরালও হয়ে যায়।
প্রয়াত প্রিন্সেস ডায়ানার নিজের হাতে লেখা ৬টি চিঠি নিলামে তোলা হল। বৃহস্পতিবার ব্রিটিশ যুবরাজ চার্লসের প্রাক্তন স্ত্রীর লেখা এই চিঠিগুলি কেমব্রিজের শেফিনস অকশন হাউসের মাধ্যমে নিলামে প্রায় ১৫ হাজার ১০০ পাউন্ডে বিক্রি করা হয় । চিঠিগুলির প্রাথমিক দর ধরা হয়েছিল ২৩০০ থেকে ৩৬০০ পাউন্ড।
ডায়ানার হাতে লেখা ছ’টি চিঠির মধ্যে একটি ছোট ছেলে প্রিন্স হ্যারিকে নিয়ে লেখা। সেখানে বলা হয়েছে, হ্যারি অনবরত স্কুলে ঝামেলার মধ্যে ছিল। চিঠিগুলি বাকিংহাম প্যালেসের তৎকালীন প্রধান তত্ত্বাবধায়ক শেরিল ডিকম্যানকে লেখা। শেরিল বাকিংহাম প্যালেসের প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেছিলেন ৫০ বছর। আর একটি চিঠি ১৯৮৪ সালের ২০ সেপ্টেম্বর লেখা। চিঠিটি প্রিন্স হ্যারির জন্মের পাঁচ দিন পরে লেখা। সেখানে লেখা ছিল, উইলিয়াম তার ছোট ভাইকে যথেষ্ট পছন্দ করেছে। সে অনবরত তাকে জড়িয়ে ধরছে আর চুমু খাচ্ছে। প্রায় ৩২০০ পাউন্ডে বিক্রি হয়েছে এ চিঠিটি।
১৯৯২ সালের অক্টোবরে লেখা আর একটি চিঠিতে ডায়ানা লিখেছেন, দুই খুদে প্রিন্সই তাদের বোর্ডিং স্কুলে বেশ আনন্দে আছে। যদিও হ্যারি কিছুটা ঝামেলায় রয়েছে। চিঠিটি প্রায় ২৪০০ পাউন্ডে বিক্রি হয়েছে। শেরিল ডিকম্যানের পরিবারের কাছ থেকে পাওয়া কিছু চিঠি, কার্ড এবং রাজপরিবারের ছবিও নিলামে বিক্রি হয়েছে। যেগুলোর মধ্যে প্রিন্স চার্লস, প্রিন্সেস মার্গারেট, রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের চিঠি, কার্ড এবং ছবিও ছিল। নিলামে অংশ গ্রাহনকারী অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্রের ক্রেতারা চিঠিগুলো সর্বোচ্চ দর হেঁকে কিনে নিয়েছেন। খবরঃ আজকাল
৮৪ বছর বয়সে বিদায় নিলেন অভিনেত্রী ডেবি রেনল্ডস। মেয়ের মৃত্যুর পরদিন তিনি মৃত্যুবরন করেন।একদিন আগেই মেয়ের মৃত্যুর পর তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকে বিবৃতি দিয়েছিলেন এই অভিনেত্রী।
(ডেবি রেনল্ডস)
কিন্তু পরদিন ৮৪ বছর বয়সী হলিউড অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ডেবি রেনল্ডস হৃদরোগে নিজেই বিদায় নিলেন। বিমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর মেয়ে আরেক জনপ্রিয় অভিনেত্রী ক্যারি ফিশার। মুভি সিরিজ স্টার ওয়ারসে ‘প্রিন্সেস লেইয়া’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী মা ডেবি রেনল্ডসের কন্যা ক্যারি ফিশার।
(কন্যা ক্যারি ফিশারের সাথে ডেবি রেনল্ডস (বাঁয়ে) ১৯৭২ সালে তোলা ছবি)
আর আজ রেনল্ডসের পুত্র টড ফিশার মায়ের মৃত্যু সংবাদ জানিয়ে বলেছেন, “সে এখন ক্যারির কাছে এবং আমাদের সবার হৃদয় ভেঙ্গে গেছে”। তিনি বলেন তার বোনের মৃত্যু ছিলো মায়ের জন্য বড় একটি আঘাত। ডেবি রেনল্ডস ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন ১৯৫২ সালে ‘সিংগিং ইন দ্য রেইন’ এ অভিনয়ের জন্য। তবে তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিলো ১৯৬৪ সালের ‘দ্য আনসিংকেবল মলি ব্রাউন’। খবরঃবিবিসি বাংলা
উনবিংশ শতকের মধ্যভাগ থেকে বাংলা দেশাত্ববোধক গানের সূচনা। ১৮৬৮ সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘মিলে সবে ভারত সন্তান’ গানটি। বাংলা ভাষায় রচিত এ গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। ১৯০৫ এ রবীন্দ্রনাথে এসে বাংলাদেশ গানের পূর্ণ বিকাশ।
বিংশ শতকের ত্রিশের দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফোরন ঘটে গনসংগীতের। নজরুলের লেখা ‘জাগ অনষন বন্দী উঠরে যত’ গানটি প্রথম গনসংগীত। দেশ চেতনা আর শ্রেনী চেতনার যুগল সম্মিলনে চল্লিশের দশকের বাংলা গনসংগীত হয়ে উঠে এক অনবধ্য রত্ন ভান্ডার। পঞ্চাশের দশকে মহান ভাষা আন্দোলন, ষাটের দশকে গন আন্দোলন ও গন অভূথান, সত্তরের দশকের প্রারম্বে মহান স্বাধীনতা যুদ্ধ এসবের পিছনে প্রেরনা হিসাবে কাজ করেছে দেশগান আর গনসংগীত।
সংগ্রামের আবেগে মুক্তির আকাঙ্খায় এ সময় যেন ভান ডেকেছিল সৃজনশীলতার। রচিত হয়েছিল অসংখ্য গনসংগীত, জাগরনের গান, জেগে উঠেছিল জাতি, অর্জন করেছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারন করেছিল আমাদের দেশগান আর গনসংগীতের সমগ্র ঐতিয্যকে। তাই ১৯০৫ এ বঙ্গবঙ্গ বিরুধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। ইতিহাসসহ গানটি শুনুন……
ভারতের ক্রিকেটার মোহাম্মদ শামি তার স্ত্রীর পোশাক নিয়ে ফেসবুক ও টুইটারে কিছু লোক বিরূপ মন্তব্য করার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সমালোচনা করেছেন।
ভারতীয় ফাস্ট বোলার শামি রোববার ফেসবুক ও টুইটারে তার স্ত্রীর সাথে তোলা একটি ছবি পোস্ট করেন । এর সাথে তিনি লেখেন ‘সুন্দর কিছু মুহূর্ত’। এ ছবিটি দেখে কিছু ভজিটর তাদের মন্তব্যে শামিকে ‘ইসলাম অনুসরণ করার’ এবং ‘তার স্ত্রী যেন হিজাব এবং শালীন পোশাক পরেন তা নিশ্চিত করার’ পরামর্শ দেন।
জবাবে ক্ষুব্ধ শামি সোমবার টুইট করেন : “আমি জানি আমার পরিবারের জন্য আমাকে কি করতে বা না করতে হবে।” এ নিয়ে মন্তব্য করা শুরু হয় যুগল ছবিটি সামাজিক মাধ্যমে আসার পরই। মোহাম্মদ শামি যে তার স্ত্রীর ‘শরীর-দেখানো পোশাক পরা’ অনুমোদন করেছেন তাতে তার ‘লজ্জিত’ হওয়া উচিৎ বলেও কিছু লোক মন্তব্য করেন। এক সমালোচক লেখেন, “আপনার লজ্জা হওয়া উচিত। একজন মুসলিম হিসেবে আপনি অন্যদের কাছ থেকে শিখুন, আপনার স্ত্রীকে পর্দা করান”।
এই মন্তব্যকারীরা ‘নিজেরা কত ভালো তা জানতে নিজেদের দিকে তাকানোর’ পরামর্শ দেন শামি। শামিকে সমর্থন করে ভারতের অন্য একজন ক্রিকেটার মোহাম্মদ কাইফও ‘লজ্জাজনক এসব মন্তব্যের’ সমালোচনা করেন।
ভারতে বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান তাদের সদ্যোজাত সন্তানের নাম ‘তৈমুর’ রাখার পর তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল বিতর্কের ঝড় শুরু হয়েছে।
চতুর্দশ শতাব্দীতে যে মোঙ্গল অভিযানকারী তৈমুর লং ভারত আক্রমণ করে দিল্লিকে ছারখার করে দিয়েছিলেন ও হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন, তার নামে কেন সাইফ ও কারিনা নিজেদের ছেলের নাম রাখলেন তা নিয়ে তাদের রীতিমতো ট্রোল করা হচ্ছে, তীব্র শ্লেষ ও আক্রমণের মুখেও পড়তে হচ্ছে।
মঙ্গলবার ২০শে ডিসেম্বর বলিউডে বেবো আর ছোটে নবাব নামে পরিচিত যথাক্রমে কারিনা কাপুর ও সাইফ আলি খানের প্রথম সন্তানের জন্ম হয়। আর জন্মের পর পরই তারা এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের ছেলের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান পাতৌদি।
ভারতে টুইটার আর ফেসবুক সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়ে। সাইফ ও কারিনা দুর্ধর্ষ এক ভারত লুন্ঠনকারীর নামে কীভাবে ছেলের নামকরণ করতে পারেন সেই প্রশ্ন উঠতে থাকে অবিরত। কেউ বলেন পাকিস্তানও কিন্তু তাদের ক্ষেপণাস্ত্রের নাম রেখেছে তৈমুর, কেউ আবার মনে করিয়ে দেন মাত্র ১৮ বছর বয়সে তৈমুর লং নিজের মা-র মাথা কেটে ফেলেছিলেন, শেকলে বেঁধে বন্দী করেছিলেন জেলে বাবাকে।
কারিনার কাকা ও টুইটারে অত্যন্ত স্পষ্টবক্তা বলে পরিচিত ঋষি কাপুরও এই বিতর্কে মুখ খুলে বলেছেন, “তৈমুর নাম নিয়ে মাথা না-ঘামিয়ে লোকে বরং নিজের চরকায় তেল দিক।” আলেকজান্ডার বা সিকান্দরও কোনও সাধু ছিলেন না, কিন্তু তাদের নামে দুনিয়ায় যে হাজার হাজার লোক ঘুরে বেড়াচ্ছে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
এই যুক্তিকে কেউ কেউ সমর্থন করছেন ঠিকই, তবে দেশে তাদের সংখ্যা কম। এরা কেউ বলছেন, নামে কী আসে যায়। এই ছেলে বড় হয়ে ভবিষ্যতে কী করতে পারে সেটাই আসল কথা। কারও আবার সাফ কথা, বলিউডের তারকারা ছেলেমেয়েদের যা-খুশি নাম রাখুন, আমার তাতে কোনও অসুবিধা নেই। খবরঃবিবিসি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে ক্রিকেটার সাব্বির রহমান এবং মডেল নায়লা নাঈমের করা একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রান গ্রুপের কোমল পানীয়ের এই বিজ্ঞাপনটিতে ক্রিকেটার সাব্বির রহমান মডেল তারকা নায়লা নাঈমের সঙ্গে অভিনয় করেছেন।গত কয়েকদিন ধরে বিজ্ঞাপনটির প্রচার বন্ধ রয়েছে। বিসিবির একজন কর্মকর্তা বলছেন, এই বিজ্ঞাপনটির কারণে ক্রিকেটারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, একথা ভেবেই তারা এটার প্রচার বন্ধ করতে বলেছেন।
প্রানের মার্কেটিং বিভাগের পরিচালক কামরুজ্জামান কামাল জানিয়েছেন তাদের কোমল পানীয় ‘অস্কার’ এর জন্য ক্রিকেটার সাব্বির রহমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিজ্ঞাপনটি বন্ধ রাখার জন্য আমরা গত ২২ তারিখে বিসিবির কাছ থেকে চিঠি পাই। বিসিবি বলছে বিজ্ঞাপনটির বিষয়বস্তু এবং অভিনয় একজন ক্রিকেটারের সাথে মানানসই নয়। তাই বিসিবির অনুরোধে সম্মান জানানোর জন্য তারা বিজ্ঞাপনটির প্রচার রেখেছে।
বিজ্ঞাপনটি নিয়ে ফেসবুকে যেভাবে সমালোচনা হচ্ছে সেটি বিসিবির নজরে এসেছে। ক্রিকেটারদের বিজ্ঞাপনে মডেল হতে বাধা নেই। কিন্তু সাব্বির রহমান এবং নায়লা নাঈমের বিজ্ঞাপনটি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন আসছে।অনেকে প্রশ্ন তুলেছেন যে পানীয়’র জন্য এ বিজ্ঞাপন করা হয়েছে সেটি আসলে কোন ধরনের পানীয়।আর
প্রাণ গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এটাকে তারা কোমল পানীয় হিসেবে বাজারে এনেছেন। এটা শতভাগ অ্যালকোহল ফ্রি। এদিকে বিজ্ঞাপনটি প্রচার না করার অনুরোধ জানিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।খবরঃবিবিসি
বলিউড তারকাদের মধ্যে চলতি বছরে সব থেকে বেশি আয়কর দিয়েছেন সালমান খান।চলতি বছর সালমান খান ১৬ কোটি টাকা আয়কর দিয়েছেন।
অক্ষয় কুমার গত বছর সবচেয়ে বেশি আয়কর দেওয়া বলিউড তারকা ছিলেন । তিনি এ বছর রয়েছেন দ্বিতীয়স্থানে। এবার আয়কর দিয়েছেন ১১ কোটি টাকা।গত বছর তিনি ১৮ কোটি টাকা আয়কর দিয়েছিলেন।
রণবীর কাপুর তালিকার তৃতীয় স্থানে রয়েছেন । তিনি ৭ কোটি ৮ লাখ টাকা আয়কর দিয়েছেন।
এ বছরে আমির খানের চেয়েও বেশি আয়কর দিয়েছেন কপিল শর্মা।৬ কোটি টাকারও বেশি আয়কর দিয়েছেন তিনি।
মিস্টার পারফেকশনিস্ট আমির খান রয়েছেন তালিকার ৫ম স্থানে।তিনি এবার আয়কর দিয়েছেন মাত্র ৩ কোটি ৭ লাখ টাকা। তিনি গত বছর আয়কর দিয়েছিলেন ৪ কোটি ৭ লাখ টাকা।
প্যারিসের এক হোটেলে বন্দুকধারীরা কিম কার্দাশিয়ানের ওপর হামলা করেছে। গত রবিবার রাতে তাঁর হোটেল কামরায় পুলিশের পোশাকে দু’জন মুখোশ পরা বন্দুকধারী হামলা চালায়।বন্দুকধারীরা কিমের দিকে সরাসরি বন্দুক তাক করে।এক প্রেস বিবৃতিতে কিমের মুখপাত্র বলেছেন, ‘‘কিম খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তবে শারীরিক ভাবে তার কো্নো ক্ষতি হয়নি।’’ পুলিশ খতিয়ে দেখছে এই হামলার পিছনে কারা রয়েছে। তবে কিমকে অপহরণের চেষ্টা করা হয়েছিল কিনা সে ব্যাপারে পুলিশ এখনও নিশ্চিত নয়।
গত বুধবার মা এবং বোনের সঙ্গে প্যারিসে গিয়েছেন কিম কার্দেশিয়ান। তাঁর স্বামী কেনি ওয়েস্ট রবিবার রাতে নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ছিলেন। খবর পেয়ে জরুরি ভিত্তিতে তিনি প্যারিসের উদ্দেশ্যে রওনা হন।এ ঘটনায় সকলেই হতবাক। সূত্রঃআনন্দ বাজার পত্রিকা
প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইকে মডেলরা। ইন্দোনেশিয়ান মুসলিম ডিজাইনার আনিসা হাসিবুয়ানের করা ডিজাইনে এই মডেলরা পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নেন।
প্রথমবারের মতো তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করেন। মুসলিম নারীরা যখন তাদের পছন্দমতো পোশাক পরিধানে তীব্র বাধার সম্মুখীন হচ্ছেন, যখন তাদের পোশাক নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে- এমনই এক সময়ে হাসিবুয়ানের ডিজাইন করা পোশাক প্রদর্শিত হলো।
আয়োজকরা ধারণা করছেন এমন পরিস্থিতিতে এই পোশাক প্রদর্শনী হিজাবকে মেইনস্ট্রিমের পোশাকে পরিণত করতে সহায়তা করবে।হাসিবুয়ানের শহর ইন্দোনেশিয়ার জাকার্তায় মহিলারা যে ধরনের পোশাক পরেন সেরকম পোশাকের প্রভাব লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে প্রদর্শিত পোশাকে ।ডিজাইন করা পোশাকগুলো ছিল বেশ ঢিলেঢালা,দামি কাপড়ের ওপর ছিল এমব্রয়ডারি এবং সবাই ছিলেন হিজাব পরিহিত।ফ্যাশন শো শেষে সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন ৩০ বছর বয়সী হাসিবুয়ান। খবরঃবিবিসি