চলতি মাসেই পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ভাঙ্গার ঘোষনা দিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ঘোষনা দিয়েছে, এমাসের মধ্যই তারা একটি পারমানণবিক পরীক্ষা কেন্দ্র ভেঙ্গে দিবে। আর এ ঘোষনা আসলো কিম ও ট্রাম্পের শীর্ষ বৈঠকের আগেই। উত্তর কোরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত পাহাড়ি এলাকায় ‘পুঙ্গে-রি’ পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি ভাঙার জন্য নির্দিষ্ট কোন দিন ঠিক করা হয়নি। তবে তারা জানিয়েছে, এ মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্য কেন্দ্রটি ভাঙ্গা হবে। তবে আবহাওয়ার ওপর নির্ভর করছে কেন্দ্রটি ঠিক কোনদিন ভাঙ্গা হবে।  ভাঙ্গার আগে দেশী বিদেশী বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রন জানানো হবে ভাঙ্গন প্রক্রিয়া প্রত্যক্ষ করার জন্য।

এটি ভাঙ্গার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই কেন্দ্রটিতে মোট ৬টি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে। তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে এই কেন্দ্রটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

 

চতুর্থ স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আরো এক ধাপ এগিয়ে গেল পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ চতুর্থ স্পেন বসানোর মধ্য দিয়ে এই সেতুর ৬০০ মিটার এখন দৃশ্যমান হয়েছে। পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব রূপ ধারন করেছে। হয়তো আর বছর খানেকের মধ্য এই সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেভাবেই কাজ এগিয়ে চলেছে অবিরাম গতিতে। এই সেতু তৈরী সম্পূর্ণ হলে দক্ষিন ও দক্ষিন পশ্চিমের ২১টি জেলা্র মানুষের যোগাযোগের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

আজ পদ্মা সেতুর ৪০ ও ৪১ তম পিলারের মধ্য ১৫০ মিটার দীর্ঘ ও প্রায় ৩১০০ টন ওজনের চতুর্থ স্পেনটি বসানো হয়েছে। এ পর্যন্ত ৪টি স্পেন বসানো হয়েছে যার মোট দৈর্ঘ ৬০০ মিটার। ১৫০ মিটারের মোট ৪০টি স্পেনের ওপর তৈরী হবে ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু। স্পেনগুলি স্টীলের তৈরী। এই স্পেনের ভিতর দিয়ে যাবে ট্রেন। আর ওপর দিয়ে যাবে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের নতুন সময় ১০ই মে রাত ২টায়-বিটিআরসি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে আগামী ১০ই মে বহুল প্রতিক্ষিত দেশের একমাত্র কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের নতুন তারিখ ঠিক হয়েছে। এই দিন সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার বিকাল ৪টায় ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ হবে।

তবে বৃহস্পতিবার সকালে চূড়ান্ত সময় জানা যাবে বলে বিটিআরসি থেকে জানানো হয়েছে। সাধারনত যে দিন কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় সেদিনই কয়েক ঘন্টা আগে বিষয়টি চূড়ান্তভাবে জানানো হয় উতক্ষেপনকারী সংস্থা থেকে। উৎক্ষেপণ উপলক্ষে বাংলাদেশ থেকে ত্রিশ সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার বিকালে ফ্লোরিডার উদেশ্য রওনা হওয়ার কথা রয়েছে। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সজীব ওয়াজেদ জয়ও নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় যাবেন উক্ত উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিতে।

স্পেস এক্স ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল পরীক্ষা চালিয়েছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ফ্লোরিডায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে স্পেস এক্স। সেখানকার স্থানীয় সময় সন্ধ্যায় এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানা যায়। আর এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য বিশ্লেষন করে আগামী সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে পাঠানো হতে পারে বলে স্পেস এক্স জানিয়েছে।

স্পেস এক্স জানিয়েছে, শুক্রবারের ‘স্ট্যাটিক ফায়ার টেস্ট’ নামের ওই পরীক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ যান ফ্যালকন-৯ এ কোনো ত্রুটি ধরা পড়েনি। এটি সম্পূর্ণ কার্যকর বলে প্রমানিত হয়েছে। এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য স্পেস এক্সের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া অফিসে পাঠানো হয়েছে। আজ বালাদেশ সময় বিকাল ৪টার পরে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। আর এই পরীক্ষা থেকে পাওয়া তথ্য কিছুদিনের মধ্যেই যাচাই করা হবে এবং তথ্য পর্যালোচনা শেষে শিগগির উৎক্ষেপণ তারিখ নির্ধারণ করা হবে বলে স্পেস এক্স জানিয়েছে। ধারনা করা হচ্ছে আগামী সপ্তাহের কোন এক সময় এটি মহাকাশে উৎক্ষেপণ হতে পারে।

‌আইবিএমের পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটার আবিষ্কার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

এ যাবৎকালের মধ্য সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার আবিস্কার করেছে আইবিএম। এর আকার শুধুমাত্র লবনের একটি দানা বা স্ফটিকের মতো। আর অবাক ব্যপার হল এই কম্পিউটার তৈরী করতে খরচ হয়েছে মাত্র ১০ সেন্ট বা ৮ টাকা।  আইবিএমের গবেষণামূলক ওয়ার্কশপ ‘‌৫ ইন ৫’‌-‌এ এটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। গভেষনাপত্রে বিজ্ঞানীরা লিখেছেন, এই কপমিউটার আর সকল কম্পিউটারের মতোই কাজ করবে। এর আয়তন মাত্র ১×১ মিমি।

প্রতিনিয়তই কম্পিউটারের আকার কিভাবে ছোট করা যায় তা নিয়ে কাজ করে যাচ্ছে বিজ্ঞানীরা। পাশাপাশি এর কর্ম ক্ষমতাও কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ চলছে। আর এ সমস্ত গভেষনার ফল হিসাবে আমরা পাচ্ছি নতুন নতুন আবিস্কার।

৪ঠা মে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আগামী ৪ঠা মে উৎক্ষেপণ করা হবে বহুল প্রতিক্ষিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক নবযুগের সূচনা হতে যাচ্ছে। বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বুধবার এই তথ্য জানিয়েছেন। এটি উৎক্ষেপণ করা হলে বাংলাদেশ হবে নিজস্ব স্যাটেলাইটের অধিকারী বিশ্বের ৫৭তম দেশ। এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলে দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে বৈল্ববিক পরিবর্তন আসবে। কমে আসবে বিদেশী স্যাটেলাইটের ওপর নির্বরশীলতা।

এই স্যাটেলাইট তৈরী করছে বিশ্বের খ্যতনামা স্যাটেলাইট কোম্পানী ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। ২০১৫ সালের ১১ই নভেম্বর এই কোম্পানীর সাথে বিটিআরসির চুক্তি স্বাক্ষরিত হয়। স্যাটেলাইট নির্মাণে মোট ব্যয় হবে ২৯০২ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল হতে খরচ হচ্ছে ১৫৪৪ কোটি টাকা। অবশিষ্ট ১৩৫৮ কোটি টাকা বিডার্স ফাইনান্সিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

 

এবার মহাকাশে শুরু হতে যাচ্ছে হোটেল ব্যবসা!

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভ্রমনের কথা ভাবছেন? কোথায় যাবেন ভাবছেন? পৃথিবীর উল্লেখযোগ্য স্থান ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলি তো আগেই দেখা হয়ে গেছে। অনেক টাকা আছে, কি করা যায়। সহজলভ্য বিনোদন কেন্দ্রগুলি আর ভাল লাগছে না। নতুন বৈচিত্রময় কিছু চাই। আপনার এসব চিন্তাকে মাথায় রেখেই মহাকাশে আপনার জন্য বিনোদনের ব্যবস্থা করছে আমেরিকার মহাকাশ প্রযুক্তি-ভিত্তিক স্টার্টআপ সংস্থা ‘অরিয়ন স্প্যান’।

তবে তার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ২০২২ সালে আসছে ‘অরোরা স্টেশন’ নামের এই বিলাসবহুল হোটেল। এই হোটেলের দৈর্ঘ ও প্রস্ত যথাক্রমে ৩৫ ফুট ও ১৪ ফুট। আর মহাকাশের এই হোটেলে থাকতে গেলে প্রতিদিন খরচ হবে বাংলাদেশী টাকায় ৭ কোট টাকা। আপাতত এই হোটেলের কর্তৃপক্ষ ১২ দিনের প্যাকেজ টুরের কথা ভাবছে। ১২ দিনে খরচ হবে ৮৪ কোটি টাকা।

মহাকাশের এই হোটেলে বসে রোজ ১৬ বার সূর্যের উঠানামা দেখা যাবে। মাঝে মাঝে আমাদের এই পৃথিবীকেও উকি মেরে দেখা যাবে। এই মহাকাশ হোটেলে থাকবে অত্যান্ত দ্রুতগতির ইন্টারনেট। যার মাধ্যমে আপনার পরিবারের সাথে আপনি ভিডিও কল করতে পারবেন। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সান হোসের এক সম্মেলনে অরিয়ন স্প্যান জানিয়েছে, ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গেছে সেই হোটেলের। ৮০ হাজার ডলার দিয়ে আপনিও বুকিং দিতে পারেন। আপাতত ১২ দিনের সফরে একেকবারে ৪ জন করে লোক নেওয়া যাবে। আর এই হোটেলে ২ জন করে নভোচারী থাকবেন। সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও ফ্র্যাঙ্ক বাংগারের দাবি, বিশ্ববাসীকে যথাসম্ভব কম খরচে মহাকাশ ভ্রমণ করানোটাই তার লক্ষ্য। ইতিমধ্যেই আরো কয়েকটি সংস্থা মহাকাশে হোটেল ব্যবসা করার কথা চিন্তা করছে বলে জানা যাচ্ছে।

উড্ডয়নের ৪৮ ঘন্টার মধ্যই যোগাযোগ বিচ্ছিন্ন ভারতীয় কৃত্রিম উপগ্রহের

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল। পাঠানোর ৪৮ ঘন্টার মধ্যেই উপগ্রহটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রন কক্ষের। পাঠানোর পর মাত্র ৪ মিনিট ডাটা প্রেরন করতে পেরেছিল ‘জি স্যাট ৬’ নামের এই কৃত্রিম উপগ্রহটির। ফলে ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ইসরো হতাশা প্রকাশ করেছে।

টেলিযোগাযোগ খাতে ব্যপক উন্নতি সাধনের লক্ষে এটি তৈরী করা হয়েছিলে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর টেলিযোগাযোগের ব্যপক উন্নতি সাধনের জন্য। কিন্তু শুরতেই এটি হোচট খেলো।

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার তৈরী করেছে তাইওয়ান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

স্মার্ট ফোনের আকার বড় হতে থাকলেও ছোট হতে শুরু করেছে পারসনাল কম্পিউটারের আকার। তাইওয়ানের এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেম এ যাবৎ কালের মধ্য সবচেয়ে ছোট কম্পিউটার তৈরী করেছে। যা হাতের মুঠোর মধ্য রাখা যায়। কিন্তু আধুনিক কম্পিউটারের সকল সুবিদাই আছে এর মধ্য। এর আকার দৈর্ঘ, প্রস্ত ও উচ্চতায় যথাক্রমে ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি ও ১.২৫ ইঞ্চি। এর নাম দেওয়া হয়েছে লিভা কিউ।

এতে রয়েছে ৪ জিবি রেম, ৩২ জিবি এম এম সি স্টোরেজ। এতে মিলবে ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, কিউ গিগাবিট ল্যান, ১ এইচডিএমআই ২.০ পোর্ট, ১ ইউএসবি ৩.১ পোর্ট, ১ ইউএসবি ২.০ পোর্ট। ভারতের বাজারে ইতিমধ্যই লিভা কিউ লঞ্চ করা হয়েছে। এটি ১৩ হাজার টাকায় অপারেটিং সিস্টেম ছাড়া কিনা যাবে। আর উইন্ডুজ ১০.০ সহ এর দাম পড়বে ১৫ হাজার টাকা। এলিটগ্রুপের ওয়েব সাইট থেকেও লিভা কিউ কিনা যাবে।

সূত্রঃ এলিটগ্রুপের ওয়েবসাইট

পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয় বাস্তব, দৃশ্যমান হল সেতুর ৪৫০ মিটার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশের ইতিহাসে নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প পদ্মাসেতু। একদা এটি বাংলাদেশের মানুষের কাছে একটি স্বপ্ন ছিল। নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন অনেকের কাছে একদা অলিক স্বপ্ন ছিল। কিন্ত এটি এখন আর স্বপ্ন নয়, বাস্তব রূপ পরিগ্রহ করেছে। নিন্দুক আর সমালোচকদের মুখে চুনকালি দিয়ে আজ এই সেতুর ৪৫০ মিটার দৃশমান।

আজ পদ্মাসেতুর ৩৯ ও ৪০ নং পিলারের মধ্য ১৫০ মিটারের একটি স্পেন বসানো হয়। এই স্পেনটির ওজন ৩১৪০ টন। অত্যাধুনিক ও উচ্চক্ষমতা সম্পূর্ণ ভাসমান ক্রেনের সাহায্যে আজ সকালে এটিকে ওপরে ওঠানো হয়। স্পেনটিকে অস্থায়ী বেয়ারিং এর ওপর বসানো হয়েছে। এখন চলছে স্থায়ীভাবে বসানোর কাজ।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটের মঙ্গলগ্রহে যাত্রা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট মঙ্গল গ্রহে যাত্রা করেছে। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার কেনেডী স্পেস সেন্টার থেকে ‘ফ্যালকন হ্যাভি’ নামক এই অত্যাধুনিক রকেটি যাত্রা করে। অত্যাধুনিক এই রকেটটি বানিয়েছে মার্কিন গবেষক তথা শিল্পপতি এওন মাস্ক-এর সংস্থা SpaceX।

প্রায় ১৮ টি ‘৭৪৭ জেট’ বিমানের সমান ক্ষমতা রয়েছে এই রকেটের। সংস্থাটির দাবি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কার্মক্ষম রকেট হচ্ছে ‘ফ্যালকন হেভি’। এতে রয়েছে ২৭টি ইঞ্জিন ও ৩টি বুস্টার। রকেটটির উৎক্ষেপণ দেখার জন্য ভিড় করেন কয়েক হাজার মানুষ। কাউন্টডাউন শেষ হওয়া মাত্র প্রচণ্ড শব্দ করে মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় ‘ফ্যালকন হেভি’। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের বাইরে মহাকাশের গভীরে কোনও বস্তু পাঠানোর ক্ষেত্রে এটিই প্রথম বেসরকারি উদ্যোগ।

শাহজালাল বিমান বন্দরে উচ্চ ক্ষমতা সম্পূর্ন ড্রোন আটক

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ন ড্রোন আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ সোমবার গভীর রাতে এক বিদেশি যাত্রীর কাছ থেকে ডিজেআই ব্র্যান্ডের এই ড্রোনটি আটক করে। আমেরিকান পাসপোর্টধারী ওই যাত্রীর নাম মার্ক রুমাম কুটরোবস্কির যার পাসপোর্ট নম্বর ৫১০৫২৭৩৯০।

২২ বছর বয়সী মার্ক গত ২৬ তারিখে কোন রকম ঘোষনা ছাড়াই আমিরাতের একটি ফ্লাইটে ড্রোনটি নিয়ে আসেন। গতকাল মাঝ রাতে তার চীনের গুয়াজু হয়ে আমেরিকায় যাওয়ার কথা ছিল। এই সময় তিনি ফ্লাইটের জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে তার কাছ থেকে ড্রোনটি উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে মার্ক জানিয়েছেন, ড্রোনটি দিয়ে তিনি দেশের ভিতরে স্থির চিত্র ও ভিডিও ধারন করেছেন। ড্রোনটিতে ৯টি ক্যামেরা রয়েছে। ড্রোনটির ম্যমরি কার্ড পরীক্ষা করে দেখছে গোয়েন্দারা। উল্লেখ্য সুনির্দিষ্ট ঘোষনা ছাড়া বাংলাদেশে ড্রোন আনা নিষিদ্ধ।

প্রায় পাঁচ শত কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন নতুন ক্যম্পাস খুলেছে অ্যাপল

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাঁচ শত কোটি টাকা ব্যয় করে খুবই দৃষ্টি নন্দন এক ক্যম্পাস প্রতিষ্টা করেছে অ্যাপল। দেখতে অনেকটা অ্যপলের মতই। নাম দেওয়া হয়েছে অ্যাপল পার্ক। পর্যটকদের অনুমতি রয়েছে এই পার্ক ঘুরে দেখার। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার কোপারটিনোতে অবস্থিত এই অ্যাপল পার্কটি উদ্ভোধন করা হয়।

এর ভিতর এবং বাহিরে রয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।  অ্যাপলের এই ক্যাম্পাসটি দেখতে আবার অনেকটা স্পেসসিপের মত। যে কেউ দেখলে এটিকে পাঁচ তারকা খচিত হোটেল বলেও ভুল করবে। সেখানে পর্যটকদের জন্য রয়েছে ক্যাফেটেরিয়া। অ্যাপলের নানান এক্সক্লুসিভ গ্যাজেটও পর্যটকরা কিনতে পারবেন এখান থেকে।

১৭৫ একরের গোটা ক্যাম্পাস জুড়ে প্রায় ৭ হাজার ফল-ফুলের গাছ লাগানো হয়েছে। আর এর পুরো ছাদটাই তৈরি অসংখ্য সোলার প্যানেল দিয়ে। ১৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি করতে পারে এই সোলার প্যানেল। যা দিয়ে  ‘অ্যাপল পার্ক’-এর ৭৫ শতাংশ প্রয়োজন মেটাতে পারে। ক্যাম্পাসটির ডিজাইনের মূল দায়িত্বে ছিলেন জনি ইভ।

 

 

বাস্তব রুপ নিতে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

খুব শীঘ্রই বাস্তব রুপ নিতে যাচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। আজ সকাল ১১টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পারমানবিক চুল্লী যে চৌকির ওপরে বসানো হবে তার ঢালাই নিজ হাতে শুরু করেন তিনি। আর এর মধ্য দিয়ে পারমানবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে প্রবেশ করলো বাংলাদেশ। আগামী ৬৩ মাসের মধ্য এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

পাকিস্তান আমলে আজ থেকে ৫৭ বছর আগে ১৯৬০ সালে পদ্মা নদীর তীরে ঈশ্বরদীর রূপপুরে এই প্রকল্পের স্থান ঠিক করা হয়েছিল। পরে আর প্রকল্পটি বেশী দূর আগাতে পারেনি। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এই প্রকল্পের কাজ পুনরায় হাতে নেয়। তৎকালীন বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ওয়াজেদ মিয়ার তত্তাবধানে গতি পায় এই প্রকল্পের কাজ। কিন্তু ২০০১ সালে ক্ষমতা পরিবর্তনের ফলে এই প্রকল্পটির কাজ আবার স্তিমিত হয়ে পড়ে। ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার আবার এই প্রকল্পটির কাজ হাতে নেয়। তারই ধারাবাহিকতায় আজ বাস্তবায়নের পথে অনেকদূর এগিয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প।

অত্যাধুনিক ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনের অধিকারী এখন রাশিয়া

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাশিয়া নিয়াজ ভ্লাডিমীর নামে নতুন প্রযুক্তির সাবমেরিন বানাচ্ছে। এই সাবমেরিন বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী। এই সাবমেরিন তৈরীর কাজ শুরু করে ২০১২ সালে। আগামী বছরে এটি নৌসেনাদের হাতে হস্তান্তর করা হবে। রাডার ফাকি দিয়ে চলতে পারবে এই সাবমেরিন। এটি সমূদ্রের ৪০০ মিটার গভীরেও নির্বিঘ্নে চলতে সক্ষম।

এই সাবমেরিন এক সাথে ২০টি ব্যালাস্টিক মিশাইল বহন ও ছুরতে পারবে। নিমিষেই গুরিয়ে দিতে পারবে ৬০০০ মাইল দূরের লক্ষ বস্তুকেও। ২০২৫ সালের মধ্য রাশিয়া আরও ৮টি এ জাতীয় সাবমেরিন তৈরী করবে বলে সেদেশের নিউজ মিডিয়া সূত্রে জানা যায়।

মাত্র ১৪ মিনিটে বিশ্বের যে কোন প্রান্তে আঘাত আনতে পারবে চীনের হাইপারসনিক বিমান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মাত্র ১৪ মিনিটে বিশ্বের যে কোন প্রান্তে আঘাত আনতে পারবে চীনের তৈরী হাইপারসনিক বিমান। ১৪ মিনিটের মধ্যই পৌছে যাবে আমেরিকার উপকুলে। এটি নিউক্লিয়ার বোমা বহন করতেও সক্ষম হবে। আর এরকমই একটি হাইপারসনিক বিমান তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে চীন।

এই বিমানের গতি হবে আলোর গতির থেকেও ৩৫ গুন বেশী। অথাৎ প্রতি সেকেন্ডে এই বিমানের গতি হবে ১২ কিলোমিটার। এই বিমান তৈরীর সাথে সম্পৃক্ত এক বিজ্ঞানীকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোষ্ট এ তথ্য জানিয়েছে। ২০২০ সালের মধ্যই এই বিমান তৈরীর কাজ শেষ হবে বলে পত্রিকাটি জানিয়েছে। পাশাপাশি বিমানটি পরীক্ষা করার জন্য একটি এয়ার উইন্ড টানেল তৈরীর কাজও এগিয়ে চলছে অতি গোপনে। উল্লেখ্য চীন ইতিমধ্যই শব্দের গতির চেয়ে ৫ গুন ও ১০ গুন গতি সম্পর্ন দুটি বিমান বানিয়ে ফেলেছে। এই বিমানগুলির পরীক্ষামূলক উড্ডয়নও বেশ কয়েকবার হয়ে গেছে।

 

ভোলার শাহবাজপুরে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভোলার শাহবাজপুরে নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বাপেক্স। এই গ্যাস ক্ষেত্রে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সচিবালয়ে মন্ত্রীসভার এক বৈঠকে মন্ত্রীপরিষদ সচিব সফিউল আলম এ তথ্য জানান।

প্রতমবারের মত দেশে চালু হল পেপল-জুম সার্ভিস

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দেশে প্রথমবারের মত চালু হয়েছে অনলাইনে টাকা আদান-প্রধানের জনপ্রিয় মাধ্যম পেপল-জুম সার্ভিস। আজ সকালে সজিব ওয়াজেদ জয় তা উদ্ভোধন করেন। আর এর মধ্য দিয়ে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হল।

এখন থেকে অতি অল্প সময়ের মধ্যই বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে। মাত্র চল্লিশ মিনিটেই টাকা আনা সম্ভব পেপল একাউন্টের মাধ্যমে। সোনালী ব্যাংকের সাথে জুম নামুক একটি কোম্পানীর টাকা আনার ব্যবস্থা আগে থেকেই চালু ছিল। সম্প্রতি পেপল জুম নামক কোম্পানীটি কিনে নিয়ে তা পেপলের সাথে মার্জ করেছে। উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যাল চালুর মধ্যদিয়ে দেশের তরুণদের মেধা, নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। এসময় তিনি মহৎ এই উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান হবে শনিবার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

স্পেন বসানোর মধ্য দিয়ে শনিবার দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মাসেতু। আগামীকাল সকাল ৮টা হতে ১০টার মধ্য স্পেন বসানোর কাজ সম্পূর্ন হবে বলে আশা করা হচ্ছে। এ সময়ে সেতুমন্ত্রীসহ তিনমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

স্পেনটিকে মাওয়া প্রান্ত থেকে ইতিমধ্যই জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে ভাসমান ক্রেন দিয়ে।  ৩৭ ও ৩৮ নম্বর পেয়ারের ওপর বসানো হবে এই সুপার স্ট্রাকচার। অল্প দিনের মধ্যই এই রকম চারটি স্পেন বসানোর কথা রয়েছে। ইতিমধ্য পদ্মাসেতুর ৫৪.৪৪ শতাংশ কাজ সম্পূর্ন হয়েছে। ২০১৯ সালের মধ্য এই সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

1 2 3