BD Khobor 365

তাসকিন আহমেদ ও আরাফাত সানীর বোলিং অ্যাকশন বৈধ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের আলোচিত দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা করেছে । ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ক্ষেত্রে তাদের ওপর আরোপিত সকল বাধা দূর হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, এই দুজন ক্রিকেটারের বোলিং একশন নিয়ে আম্পায়ারদের যদি ভবিষ্যতে কোন সন্দেহ হয় তাহলে তারা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারবেন। তাসকিন ও আরাফাতের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখার পর আইসিসি শুক্রবার এক বিবৃতিতে তাদের বোলিংকে বিধিসম্মত বলে ঘোষণা করেছে। এই দু’জন ক্রিকেটারই এখন আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল করা শুরু করতে পারবেন।আর এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর হবে।

taskin-ahmed

তাসকিন ও আরাফাতের বোলিং নিষিদ্ধ থাকায় এমাসে আফগানিস্তানের সাথে সিরিজে বাংলাদেশ দলে তাদেরকে রাখা হয়নি। কিন্তু দলে একটি জায়গা ফাঁকা রাখা হয়েছিলো তারা ক্লিয়ারেন্স পেয়ে মাঠে ফিরে আসবেন এই আশায়। ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট সেন্টারে আরাফাত ও তাসকিনের বোলিং অ্যাকশন ৮ই সেপ্টেম্বর সবশেষ পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষার পর বলা হয়েছে, বল করার সময় এই দু’জন বোলারের কনুই যতোটুকু বেঁকে যায় সেটা ১৫ ডিগ্রির নিচে যা আইসিসির বোলিং অ্যাকশনের সংজ্ঞা অনুযায়ী বৈধ।২০১৬ সালের মার্চ মাসে ভারতের ধরমশালায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচের সময় এই দু’জনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হইয়েছিল।

arafat-sunny

তারপরে সে সময় চেন্নাইতে তাদের বোলিং অ্যাকশন পরীক্ষা করে দেখা হয়। সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হন।ফলে কদিন পরেই আইসিসি তাসকিন ও আরাফাতের বোলিংকে নিষিদ্ধ ঘোষণা করে।আর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দু’জনের বোলিং নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে তার ব্যাপক সমালোচনা হয়েছিলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলে জুডিশিয়াল কমিশনার সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। এরপর আরাফাত ও তাসকিন দু’জনেই বোলিং অ্যাকশন ঠিক করতে  প্রচুর পরিশ্রম করেছেন। ত্রুটি শোধরাতে তাদেরকে সাহায্য করেছে বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষও।

সাকিবের সামনে নতুন রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বিরল এক রেকর্ডের দ্বারপ্রান্তে এসেছেন । ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব যদি ওয়ানডেতে আর মাত্র একটি উইকেট পান।বিশ্বের আর কোনো ক্রিকেটারের এমন রেকর্ড নেই|।সাকিব ছুঁয়ে ফেলবেন শীর্ষে থাকা আব্দুর রাজ্জাককে যদি আফগানিম্তানের বিপক্ষে আর একটি মাত্র উইকেট পান।আর দুটি উইকেট পেলে রাজ্জাককে ছাড়িয়ে চূড়ায় উঠে যাবেন বাঁহাতি্ টাইগার স্পিনার সাকিব আল হাসান।

shakib-al-hasan

এখন পর্যন্ত ওয়ানডেতে ২০৬টি সাকিব উইকেট পেয়েছেন সাকিব । আর রাজ্জাকের উইকেট ২০৭টি। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার  ১৪৭ উইকেট পেয়েছেন টেস্টে।বাংলাদেশের কোনো খেলোয়াড় এ মুহূর্তে তার ধারে কাছেও নেই ।২০০৮ সালে অবসরে যাওয়া মোহাম্মদ রফিক দ্বিতীয় সর্বোচ্চ ১০০ উইকেট নিয়েছেন । আর তার পরেই রয়েছেন মাশরাফি বিন মুর্তজা।তার উইকেট সংখ্যা ৭৮।

টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের নিয়েছেন ৬৫ উইকেট। আব্দুর রাজ্জাককে পিছনে ফেলে শীর্ষে সাকিব ।  টি-টোয়েন্টিতে আব্দুর রাজ্জাক নিয়েছেন ৪৪ উইকেট। আল আমিন হোসেন, মাশরাফি বিন মর্তজা ও মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা যথাক্রমে ৩৯,৩৮ ও ২২।

নিরাপত্তার কারন দেখিয়ে বাংলাদেশে আসছে না ইংল্যান্ড সমর্থক গোষ্টি ‘বার্মি আর্মি’

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

barmi-armi

অনেক তালবাহানার পর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট সিরিজে অংশ নিতে ইংল্যান্ড দল এ মাসের ত্রিশ তারিখে ঢাকায় আসছে।এবার নিরাপত্তার আশংকার কথা জানিয়ে ইংলিশ ক্রিকেট দলের সমর্থকদের গোষ্ঠী, বার্মি আর্মিও জানিয়েছে, তারা ইংল্যান্ডের খেলা দেখতে বাংলাদেশে আসবে না।

ইওন মর্গান আর অ্যালেক্স হেলস আগেই বলে দিয়েছেন তারা নিরাপত্তার কারনে বাংলাদেশে খেলতে আসবেন না।বার্মি আর্মির প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর পল বার্নহ্যাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, আমাদের যেসব ক্রিকেট ভক্তরা সেখানে খেলা দেখতে যাবে, তাদের জন্যও হোটেল এবং মাঠে সব নিরাপত্তার ব্যবস্থাই থাকবে বলে জানানো হয়েছে।

“কিন্তু বার্মি আর্মি যেখানে যায়, তারা শুধু খেলা দেখে না, তারা সেখানকার স্থানীয় মানুষজনের সাথে মেশে, ঘুরেফিরে দেখে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পরামর্শ অনুযায়ী, এখন বাংলাদেশ ভ্রমণের জন্য নিরাপদ নয়। তাই আমরা আমাদের সমর্থকদের বাংলাদেশে না যাবার পরামর্শ দিয়েছি।”

বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে থাকবেন না মর্গ্যান ও হেলস

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

eain-morgan

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ব্যাটসম্যান অ্যালেক্স হেলস বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিল । নিরাপত্তার অজুহাত দেখিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশ সফর নিয়ে টালবাহানা চলছিল। ইংল্যান্ড শেষ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা খতিয়ে দেখে এই সিরিজ খেলতে সম্মত হয়। তবে কয়েকজন ক্রিকেটার বেঁকে বসেন । আশা করা হয়েছিল শেষ পর্যন্ত তাঁরা যেতে হয়ত রাজি হবেন। কিন্তু তেমনটা হল না। রবিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল বাংলাদেশ সফরে এই দুই প্লেয়ার ইংল্যান্ড দলে থাকছেন না।

জল্পনা কল্পনা শুরু হয় গত জুলাইয়ে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার পরই।মর্গ্যান আগেই জানিয়ে দিয়েছিলেন ব্যাক্তিগত নিরাপত্তার কারণে তিনি বাংলাদেশ সফরে যাবেন না এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দু’জনই জানিয়ে দিয়েছিলেন তারা বাংলাদেশ সফরে থাকবেন না। ইংল্যান্ড ক্রিকেট অধিকর্তা অ্যান্ড্রু স্ট্রস বলেন, আমরা ওদের সিদ্ধান্তকে সম্মান করি। পাশাপাশি আমরা হতাশ  এই সিরিজে এই দু’জনকে না পাওয়ার জন্য। দলের সকলের সঙ্গেই এই নিয়ে আমরা কথা বলেছিলাম। আশা করব আর কেউ এই সফর থেকে নাম প্রত্যাহার করবে না।ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শুক্রবার বাংলাদেশ সফরের জন্য দল বেছে নেবে ।একদিনের দলের অধিনায়কত্ব করবেন মর্গ্যানের অবর্তমানে জোস বাটলার।

রুমানার হ্যাটট্রিকে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল। আর এই জয়ের সঙ্গে নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রুমানা আহমেদ। বাংলাদেশ এই লেগ স্পিনারের হ্যাটট্রিকে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০ রানের জয় পেয়েছে ।জাহানারা আলমের দল সেই সঙ্গে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ।

rumana

বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বাংলাদেশ একই মাঠে শনিবার রাতে আয়ারল্যান্ডের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি । টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার সানজিদা ইসলামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক জাহানারা আলম ১৪ রান করেন ।

আইরিশ বোলার অ্যামি কিনেলে একাই নেন চার উইকেট।

১০৭ রান তাড়া করতে নেমে জয়ের দিকেই এগোচ্ছিলেন আইরিশরা। খেলার একটা সময় হাতে ছিল ৮ উইকেট রান দরকার ছিল ৫৫। কিন্তু এর পরই দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে বাংলাদেশ। অফ স্পিনার খাদিজাতুল কুবরাও হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন । তারপরই জ্বলে ওঠেন রুমানা। হ্যাটট্রিকের তিনটি উইকেটই এসেছে এলবিডব্লুর মাধ্যমে। শেষ পর্যন্ত ৯৬ রানে আইরিশরা অলআউট হয় ।

আইরিশ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সেসলিয়া জয়েস।২৬ রান করেন ডিলানি  । তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রুমানা আহমেদ ।ফাহিমা ও কুবরা দুটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সফরে না এলে মরগ্যান-কুকদের শাস্তি হতে পারে

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দলের নিয়মিত সব ক্রিকেটার বাংলাদেশ সফর করবে, এমনটাই আশা করছেন ইংল্যান্ড কোচ।ভারত এবং বাংলাদেশ সফরের জন্য একই দল চাইছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস। আর মর্গ্যান-কুকরা যদি বাংলাদেশে খেলতে রাজি না হয় সতর্কবার্তা দিয়ে বেইলিস বলেছেন -বাংলাদেশে না আসলে কপাল পুড়বে অনেকেরই।

ব্রিটিশ ক্রিকেটাররা বাংলাদেশ থেকেই সরাসরি ভারতে উড়ে যাবে । আর শক্তিশালী ভারতের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়াই  খেলতে হবে । ইংল্যান্ড কোচ মনে করছেন নিয়মিত পারফর্মাররা বাংলাদেশে না এলে দল গড়তে সমস্যায় পড়তে হবে তাদের ।

বেইলিস ক্রিকইনফোকে বলেন, ‘দুটি সফরের মাঝে কোন ফাঁক নেই। এমতাবস্থায় বাংলাদেশ ও ভারতে খেলার জন্য প্রথমে একটা দল বেছে নিয়ে, সঙ্গে সঙ্গেই আরেকটা দল গড়া একটু কঠিনই হবে। তাই আমি চাই দু’টি সফরের জন্য একটা দল হয়েই আমরা বাংলাদেশ যাই।’

ইতিমধ্য বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন মইন আলি ও জনি বেয়ারস্টো। টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকও সফরে দলকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন। ওয়ানডে অধিনায়ক ইয়ন মর্গ্যান-সহ যাঁরা দ্বিধায় ভুগছেন, তাঁদের সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রস।স্ট্রস খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন, জায়গা ছেড়ে দিলে ফেরার কোনও নিশ্চয়তা নেই।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ও ওয়ানডে খেলবে দুটি দল।   আর প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরপর এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা অস্বস্তির কথা জানান উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার, অ্যালেক্স হেলস ও পেসার লিয়াম প্লাঙ্কেট।

বেইলিস আশাবাদী বাংলাদেশ সফরে বিমানে থাকবে সবাই। ইংল্যান্ড পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে।খবরঃক্রিকইনফো ও আনন্দ বাজার পত্রিকা

টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব বাতিল করেছে আইসিসি

স্পোর্টস ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
Test cricket

টেস্টে দ্বি স্তর পদ্ধতি চালুর প্রস্তাব বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার দুবাইয়ে আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে এই প্রস্তাব বাতিল করা হয়।

যদিও আইসিসির ৬ পূর্নাঙ্গ সদস্যদেশ অস্ট্রলিয়া, ইংল্যন্ড, নিজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিস এ প্রস্তাবের পক্ষে ছিল।বাংলাদেশ,ইন্ডিয়া, শ্রীলংকা ও জিম্বাবুয়ে এ প্রস্তাবের বিপক্ষে ছিল।কোন রকমের ভোটাভুটি ছাড়াই আলোচনার মাধ্যমে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

তবে এই প্রস্তাব পাশ হলে ক্ষতিগ্রস্ত হতো বাংলাদেশ।

বিদেশী ক্রিকেটারদের ভারতীয় বউ

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তা

ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তা

গেরী সুবার্স ও আঞ্জু মহেন্দ্র

গেরী সুবার্স ও আঞ্জু মহেন্দ্র

মুথিয়া মুরলীথরন ও মাধিমালা রামামুর্তী

মুথিয়া মুরলীথরন ও মাধিমালা রামামুর্তী

শোয়েব মালিক ও সানিয়া মির্জা

শোয়েব মালিক ও সানিয়া মির্জা

শন টেট ও মাসুম সিংহ

শন টেট ও মাসুম সিংহ

1 6 7 8
No announcement available or all announcement expired.