সেই আয়না ঘরে আমাকেও ৮ দিন রাখা হয়েছে-মে জে জিয়াউল আহসান
আয়নাঘর আমার সৃষ্টি না। আমাকে তুলে নিয়ে ৭ই আগস্ট থেকে ৮ দিন ঐ আয়নাঘরেই রাখা হয়, আমি নির্দোষ। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানী চলাকালে আদালতকে এই তথ্য দেন আওয়ামীলীগ সরকারের পতনের পর সেনাবাহিনী থেকে সদ্য বরখাস্ত হওয়া মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি আদালতকে বলেন আমি এনটিএমসির প্রধান ছিলাম। সেটি একটি নিরস্ত্র সংস্থা। আমি কিভাবে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকি। শুনানী শেষে তার বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টিলিজেন্স বা ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। ঢাকা সেনানিবাসে এই সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৭২ সালে এই সংস্থা গঠন হয়। পরে ১৯৭৭ সালে সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কাঠামোগত পরিবর্তন করেন। জাতীয় স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ব্যক্তিদের এই অফিসেরই নিদৃষ্ট স্থানে রাখা হয়। এই স্থানটিকেই অনেকে আয়নাঘর বলে অভিহীত করছেন। সেটি আগেও ছিল এবং এখনো আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রপাকান্ডার মাধ্যমে সাধারন মানুষের মাঝে এমন ধারনা সৃষ্টি করা হয়েছে যে এটি বিগত আওয়ামীলীগ সরকারের আমলেই সৃষ্টি।