ছাঁই রাখবেন ছাঁই

জীবন ও জীবিকার প্রয়োজনে মানুষ কত পেশাই না বেছে নেয়। সকল পেশার সাথেই সকল শ্রেনীর মানুষ নানাভাবে জড়িত কিংবা উপকৃত। তেমনি নাগরিক জীবনেও এ সমস্ত বৈচিত্রময় পেশার কারনেই আমরা নানা ধরনের সার্ভিস পেয়ে থাকি। রাজধানীতে সকাল বেলা আমাদের ঘুম ভাংগে ‘ছাঁই রাখবেন ছাঁই’ এই ডাক শুনে। একটা বস্তায় ছাঁই নিয়ে ফেরি করে মাঝ বয়সী কোন মহিলা। তারপরেই শুনা যায় কেউ মাইক দিয়ে বলছে ‘পাটা ধার বটি ধার’। আর ঘুমানোর উপায় নাই নানা রকমের ফেরিওয়ালার ডাকে। আজানের পর এরাই স্মরন করিয়ে দেয় সকাল হয়েছে। ঘুম থেকে উঠ। ওইদিকে শুনা যাচ্ছে ‘এই কাগজ’ বলে কেউ ডাকছে।

সবজি বিক্রেতারাও বসে নেই। রিক্সাভ্যানে নানা রকমের সবজি সাজিয়ে ডাকছে ‘এই সবজি’। ঢেঁরশ, লাউ, করলা, বেগুন, কাঁচা মরিচসহ আরও কত কি। এরাও আজকাল হ্যান্ড মাইক ব্যবহার করছে। কি চান আপনি সবই পাবেন বাসার সামনেই। এক এক করে এক এক জন ফেরিওয়ালা আসে এক এক ধরনের সেবা নিয়ে। এরই মধ্য আরেক জন মাইকে বলছে ‘নস্ট কম্পিউটার, নস্ট মনিটর, নস্ট আইপিএস ও আইপিএসের ব্যাটারী। থাকলে বিক্রি করতে পারেন। ভ্যানে মৌশমী ফল আম, কাঁঠাল, লিচু সাজিয়েও বাসার সামনে কোন একজন ফেরিওয়ালা ডাকাডাকি করছে। হাড়িপাতিল ওয়ালারাও ডাকাডাকি করছে ‘এই হাড়িপাতিল’।রাখতে পারেন পুরাতন ভাংগা হাড়িপাতিল কিংবা পুরাতন কাপড় দিয়ে।

মাছের আঁশ, সেলুনের চুল কিংবা ছাই - ফেলে দেয়া যে পণ্যগুলো ডলার আনছে  বাংলাদেশে - BBC News বাংলা

পদ্মার ইলিশও পেয়ে যাই বাসার সামনেই। এই পদ্মার বড় বড় ইলিশ। রাখবেন। এরা এক হালির কম বেচতে চায়না। এক হালি চাইলে আবার তিন হালি গছিয়ে দেওয়ার চেষ্টা করে। দামও চায় বিক্রির চার গুন। ওদিকে ডাকছে ‘এই মুরগি, মুরগি’। জবাই করে কেটেও দিয়ে যায়। আরও কত কি। এভাবেই চলে সকল পেশা ও শ্রেনীর নাগরিক জীবন।