চিত্রনায়িকা একার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, মদ ও গাজা উদ্ধার
এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ইয়াবা, বিদেশী মদ ও গাজা উদ্ধার করেছে পুলিশ। হাতিরঝিলের বন্ধু নিবাসের ৯ তলায় থাকেন নায়িকা একা। শনিবার একই এপার্টমেন্টের অন্য একটি ফ্লাটে তার বাসা পরিবর্তনের কথা ছিল।
একার বাসায় হাজেরা বেগম(৩০) নামে এক গৃহকর্মী ছুটা কাজ করেন। আজ একা হাজেরা বেগমকে তার সাথে থেকে বাসা স্থানান্তরে সহযোগিতার কথা বললে সে অন্য বাসায় কাজ থাকায় অপারগতা প্রকাশ করে। এতে একা ক্ষিপ্ত হয়ে হাজেরাকে শারিরীকভাবে নির্যাতন করে। আশপাশের লোকজন হাজেরাকে নির্যাতনের খবর পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। এই সময় যথারীতি পুলিশ এসে গৃহকর্মীকে উদ্ধার ও নায়িকা একাকে গ্রেপ্তার করে। একার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। এ পর্যন্ত ৩০টির মত ছবিতে অভিনয় করেছে এই অভিনেত্রী। মান্না-সাকিব খানসহ অনেক নায়কের সাথেই একা জুটিবন্ধ হয়েছে।