দেশে গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে বেশী মৃত্যু ২০১
গত ২৪ ঘন্টায় করোনায় ২০১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১১১৬২ জন। দেশে করোনা অতিমারি শুরুর পর থেকে এটিই একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৫৫৯৩ জন ও ৯৭৭৫৬৮ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ৩১.৩২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.১৩ শতাংশ। বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৫৯৮৭ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৮৫০৫০২ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬০৫টি ল্যাবে মোট ৩৫৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২০১ জন মারা গেছেন তার মধ্য ১১৯ জন পুরুষ ও ৮২ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ১৮৯ জন হাসপাতালে ও ১২ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১১৫ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৫৮ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন, চট্রগ্রাম বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশালে ৭ জন, সিলেট বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন রয়েছে।