ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ

শ্রীওইজায়া এয়ারের এই বিমানটি উড্ডয়নের ৪ মিনিটের মধ্যই রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। তার আগে বিমানটি ১ মিনিটের কম সময়ে ১০ হাজার ফুট উপরে উঠে। শনিবার বিমানটি ৫০ জন যাত্রী নিয়ে রাজধানী জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্টিন প্রদেশের পন্টিয়ানাক যাচ্চিল। রিলায়েবল ফ্লাইট ট্রেকিং সংস্থা ফ্লাইট ২৪ জানিয়েছে এসজে-১৮২ বিমানটি ১০০০০ ফুট ওপরে উঠার পর নিখোঁজ হয়।

বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি ২৭ বছরের পুরাতন একটি বিমান। ইন্দোনেশিয়ান বিমান সংস্থা শ্রীওইজায়া এয়া্র বিমানটি নিখোঁজের বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে।