যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে প্রায় ৪ হাজার জনের মৃত্যু

দেশটিতে একদিনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯২৭ জন। যা যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মহামারীর শুরু থেকে একদিনে আক্রান্তের রেকর্ড। অপরদিকে দেশটিতে বুধবার রাত ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮৯৬৭১ জন। জনহপকিন বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস নিয়ে গবেষনা বিষয়ক ওয়েবসাইট থেকে এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৭১৫৮৯৯ জন। অপরদিকে মোট মৃত্যুবরন করেছে ৩৪১৮৪৫ জন। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২৮ লক্ষ মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ২ কোটি মানুষকে এই ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।