প্রধানমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে কম্পিউটার পেলেন কুমিল্লার যুবক

কুমিল্লা সদরের সাহাদাত হোসেন নামে এক তরুন একটি কম্পিটার প্রদানের অনুরোধ জানিয়ে ৭ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর মোবাইলে এসএমএস পাঠান। ওয়েবসাইট থেকে সে প্রধানমন্ত্রীর নম্বরটি সংগ্রহ করে। এসএমএসটি প্রধানমন্ত্রীর নজরে আসলে পরদিন ৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ফোন করা হয়। অপরদিকে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর সাহাদাতের সাথে যোগাযোগ করে। সাহাদাত জেলা প্রশাসক মহোদয়কে জানায় তার একটি কম্পিউটার হলে তা দিয়ে রোজগার করে দিন ভালভাবেই কেটে যাবে।

যার ফলে আজ সোমবার জেলা প্রশাসক আবুল ফজল মীর সাহাদাতকে ডেকে এনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি কম্পিউটার উপহার দেন যার মূল্য ৪৫ হাজার টাকা। কম্পিউটার উপহার পেয়ে সে খুবই খুশী হয়েছে বলে জানিয়েছে। আগে থেকেই সে গ্রাফিক্স ডিজাইনসহ কম্পিউটারের অন্যান্য কাজ জানত। সাহাদাত কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরীয়াপাড়া এলাকার আবদুল হালিমের ছেলে।