দুই অবুঝ শিশুর কান্নায় অবশেষে জামিল পেল তাদের মা
নানীর দায়ের করা মামলায় অবশেষে হাইকোর্ট থেকে জামিল পেল শিশুদ্বয়ের মা। এই মামলার বিবরণ থেকে জানা যায়, শিশু দুটির নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের অভিযোগ এনে রাজধানীর বংশাল থানায় একটি মামলা করেন। আর এই মামলায় গ্রেপ্তার হয়ে গত শুক্রবার থেকে কারাগারে শিশু দু’টির বাবা-মা। এরপর থেকেই আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে তিন বছরের টুম্পার অঝোর কান্না শুরু হয়।
প্রতিবেশীরা গতকাল মঙ্গলবার শিশু দুটিকে নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত শিশুদের বাবা-মাকে জামিন দেয়নি। আদালতে অবুঝ শিশুদ্বয় কান্না করতে থাকলে আবেগঘন ভারি পরিবেশের সৃষ্টি হয়। চ্যানেল-২৪ এই দৃশ্য ধারন করে সংবাদ প্রচার করলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। স্বপ্রনোদিত হয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে আজ বুধবার বিষয়টি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নজরে আনেন। হাইকোর্ট বিষয়টি আমলে নিয়ে শিশুদের মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেয় এবং তার বাবার জামিনের বিষয়েও রুল জারি করে। এছাড়া শিশুদের মায়ের জামিন আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট।