জুনের মধ্য আসছে আরও ৬ কোটি করোনা ভ্যাকসিন
আগামী বছরের জুনের মধ্য আরও ৬ কোটি করোনা ভাইরাসের টিকা দেশে আনা হচ্ছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান। আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালী মন্ত্রীসভার এক বৈঠক অনুষ্টিত হয়। গনভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে অংশ গ্রহন করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব জানান, স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন জানুয়ারীর শেষে বা ফেব্রুয়ারীর শুরুতে ৩ কোটি ভ্যাকসিন পেয়ে যাব। আরও ৬ কোটি করোনা ভ্যাকসিন জুনের মধ্য এসে যাবে। তবে সময়ে একটু বেশী কম হতে পারে। আশা করা যাচ্ছে ভ্যাকসিন আসা ও প্রয়োগ শুরু হলে দেশে করোনা নিয়ে আতংস্ক কেটে যাবে।