একদিনে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মৃত্যুবরন করেছেন। এই নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়াল ৭১৯২ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে ১১৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৯৬৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২২৩৯ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৪৩১৫৯০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় ১৩১৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ১৪০টি ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৩০০৩৫৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৬ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২৭ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। তাদের সকলেই হাসপাতালে মারা গেছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৪ জন ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ২৯ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৫৪৮৯ জন পুরুষ ও ১৭০৩ জন নারী রয়েছে। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৪৩ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩০০৪ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১৮৩৪৯ জনের।