দেশে শীত বাড়ার সাথে সাথে করোনায় মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন প্রান হারিয়েছেন। এই নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়াল ৬৪৪৮ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে ২২৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৫১৯৯০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ২২২৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৩৬৬৮৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৫২৬৫টি নমুনা সংগ্রহ করে ১৫০১৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ১১৭টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ২৬৮০১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩২ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২৫ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। তাদের মধ্য হাসপাতালে মারা গেছে ৩১ জন ও বাড়িতে মারা গেছে ১ জন। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৫ জন, ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ১৯ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৪৯৫৫ জন পুরুষ ও ১৪৯৩ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৮৬৬৫ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ৩৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২৭৩৪ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১৬২১০ জনের।

এদিকে শীত বাড়ার সাথে সাথে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। রবি ও সোমবারে মৃত্যুর সংখ্যা ছিল ২৮ জন করে। আজ তা দাড়িয়েছে ৩২ জনে। করোনার শুরু থেকেই ধারনা ছিল শীতে করোনার প্রকোপ বাড়ে। বাস্তবে তথ্য উপাত্ত বিশ্লেষন করে এমন ধারনার পক্ষেই সত্যতা পাওয়া যায়।