নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অপসারন
নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম হিরু (এমপি) এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভূইয়াকে অপসারন করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্বব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে জিএম তালেব হোসেনকে। অপরদিকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে।
বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেঃ কর্নেল নজরুল ইসলাম হিরু পরপর তিন বারের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী। তার বিরুদ্ধে আওয়ামীলীগের দুঃসময়ে যারা জীবন বাজি রেখে নরসিংদী সদর আওয়ামীলীগের রাজনীতিকে টিকিয়ে রেখেছিলেন তাদেরকে অবজ্ঞা করার অভিযোগ রয়েছে। আওয়ামীলীগে যারা হাইব্রিড তাদেরকে বেশী মূল্যায়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মূলধারার আওয়ামীলীগ নেতাকর্মীদের তিনি কোনঠাসা করে রেখেছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে ঠিক কি কারনে তাকে অপসারন করা হয়েছে কেন্দ্র থেকে তা জানানো হয়নি।
অপরদিকে অপসারিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন ভূইয়া নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান। তিনি মূলধারার আওয়ামীলীগের নেতা হলেও ইদানিং স্থানীয় রাজনীতিতে নানা কারনে বিতর্কিত। তিনি প্রয়াত এমপি মোসলেহ উদ্দিন ভূইয়ার ছোট ভাই ও একজন মুক্তিযোদ্ধা।