সংখ্যা লঘুদের উপর হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

সম্প্রতি কুমিল্লার মুরাদনগরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অহিভূষন চক্রবর্তী। মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় গোস্বামী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলা শাখার সাধারন সম্পাদক রঞ্জন সাহাসহ জেলার আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

ছুবিঃ সংগৃহীত

মানববন্ধনে বক্তারা গুজব রটিয়ে ও অপপ্রচারনা চালিয়ে যারা সংখ্যা লঘুদের ওপর হামলা করে তাদের কঠোর বিচারের দাবি জানান।