বগুড়ায় নিজ বাড়িতে শাবি ছাত্রীর ঝুলন্ত লাশ

বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষা বর্ষের বাংলা বিভাগের ছাত্রী। তার নাম আসিয়া আক্তার ও সে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মথুরা গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। মেয়েটির বড় ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ আলামিনের ভাষ্য, এলাকায় এক ছেলের সঙ্গে আছিয়ার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয় নিয়ে মান-অভিমানে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি কিছুদিন যাবৎ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।