দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৪৪২৬৪ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৪৪৩ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ২৫০৪১২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৩৭৬৯টি নমুনা সংগ্রহ করে ১৩৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৯৪টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৭৮৩৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৬ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছে। তাদের মধ্য ৩৪ জন হাসপাতালে ও বাড়িতে ২ জন মারা গেছে । এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৭ জন, ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ২১ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৩৭৮৮ জন পুরুষ ও ১০৭১ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৮৮৯৯৩ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২০৮৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১০৮০৮ জনের।