দেশে প্রতি ১০ লক্ষে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৮১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৩৯৩৩২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ২৬ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৭৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫১২ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ২৪৩১৫৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৩৮৪৭টি নমুনা সংগ্রহ করে ১৪২১৬টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৯৪টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৭৪২৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ২৬ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২২ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। তাদের মধ্য হাসপাতালে ২৫ জন ও বাসায় ১ জন মারা গেছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১১ জন, ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ১০ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৩৭০৮ জন পুরুষ ও ১০৫১ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯১৪১৮জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ২০৫৬ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ১০৫৬০ জনের।