ভারতে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড
ভারতে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৮৬ হাজার ৪৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হলো ভারতে। অপরদিকে গত ২৪ দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৮৯ জন। আর ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৫৬১ জনে ও মোট আক্রান্তের সংখ্য ৪০২৩১৭৯ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় এ আক্রান্ত ও মৃত্যুর খবর জানা গেছে।
একই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫০ হাজার ৮৫৯ ও ৫০ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ্য হয়েছে ৭০০৭২ জন ও মোট সুস্থ্য ৩১০৭২২৩ জন। আর এখন চিকিৎসাধীন আছেন ৮৪৬৩৯৫ জন।