নারায়নগঞ্জে মসজিদে এসি বিস্ফোরনে দগ্ধ ৪০
এশার নামাজ শেষে মোনাজাতের সময় রাত পৌনে ৯টায় এই বিস্ফোরন ঘটে। এতে মসজিদের ভিতরে থাকা ৬টি এসি পরপর বিস্ফোরিত হলে ৪০ জন মুসল্লী আগুনে দগ্ধ হয়। এদের মধ্য ৩৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম। সবরোগীর শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানিয়েছেন। এদের সকলেরই শরীরের ৭০% পুড়ে গেছে।
এই সময় মসজিদের পাশে থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারও বিকট শব্দে বিস্ফোরিত হয়। মসজিদে এসি বিস্ফোরনের পর স্থানীয়রা মসজিদের ভিতরে থাকা আগুনে দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে এখান থেকে আহতদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। ঠিক কি কারনে এসি বিস্ফোরন ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলাকালেই একই সঙ্গে ছয়টি এসি বিস্ফোরিত হয়।