নারায়নগঞ্জে মসজিদে এসি বিস্ফোরনে দগ্ধদের মধ্য ১১ জনের মৃত্যু

নারায়নগঞ্জে শুক্রবার রাতে এসি বিস্ফোনে দগ্ধদের মধ্য ১১ জন মারা গেছে। এদের সকলেই শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহতদের মধ্য বাকি ২৬ জনের অবস্থাও আশস্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ডাঃ সামন্ত লাল সেন।

এশার নামাজ শেষে মোনাজাতের সময় রাত পৌনে ৯টায় এই বিস্ফোরন ঘটে। এতে মসজিদের ভিতরে থাকা ৬টি এসি পরপর বিস্ফোরিত হলে ৪০ জন মুসল্লী আগুনে দগ্ধ হয়। এদের সকলেরই শরীরের ৭০% পুড়ে গেছে। এতে মসজিদের ভিতরে থাকা ৬টি এসি পরপর বিস্ফোরিত হলে ৪০ জন মুসল্লী আগুনে দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে প্রথমে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ৪০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। এখান থেকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছিল শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম। সবরোগীর শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানিয়েছিলেন। তার মধ্য থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জন মৃত্যুবরন করেছেন।