দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাড়াল ৪৪৪৭ জনে

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৯৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩২৩৫৬৫ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪৪৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬৬১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ২১৭৮৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৯৩টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৬১৭৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০১২৬৬ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২৭ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৯৬১ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৯৮০৭ জনের।