নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসে আরও একজনের মৃত্যু

জেলার রায়পুরা থানায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জনে ও রায়পুরা থানায় ৬ জনে। অপরদিকে জেলায় আরও ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৯১ জনে। ২৪শে আগস্ট রাত ১০টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রায়পুরা থানার আয়মন্নেসা (৬৫) মৃত্যুবরণ করেন। তিনি ক্রনিক কিডনি রোগে ভুগছিলেন বলে জেলা সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে।
কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৪শে আগস্ট পাঠানো ৫টি নমুনার ফলাফলে ১টি পজেটিভ এসেছে এবং এইটি সদর উপজেলার। ২৫শে আগস্ট আইপিএইচে পাঠানো ৩৩টি নমুনার ফলাফলে ১৪টি পজেটিভ এসেছে। এর মধ্য ৮টি সদর উপজেলার, ১টি শিবপুর উপজেলার ও ৫টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১১৯০ জন
রায়পুরা উপজেলাঃ ১৪৫ জন
শিবপুর উপজেলাঃ ১৯৯ জন
পলাশ উপজেলাঃ ১৮৮ জন
মনোহরদী উপজেলাঃ ১৩৬ জন
বেলাব উপজেলাঃ ১৩৩ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৪২ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৫ জন সদর উপজেলার, ৬ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৬৭০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশনে ২৫৬ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।