দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৫ জনের প্রানহানি

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৫৪৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৯৯৬২৮ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৪৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৪০২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৮৮১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৮৬৭৫৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা করোনা বিষয়ক আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১৪৭৮৮টি নমুনা সংগ্রহ করে ১৪১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৯১টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৪৭০১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৪৫ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ৩২ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছে। তাদের মধ্য ৪৪ জন হাসপাতালে ও ১ জন বাসায় মৃত্যুবরন করেছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১০ জন ও ৬১ থেকে তার ওপরে রয়েছে ২৭ জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ৩১৬৯ জন পুরুষ ও ৮৫৯ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০৮৮৪৪ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২৪ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৮১৭ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৮৯১৪ জনের।