নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯৭৬ জন
জেলায় আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৭৬ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত দাড়িয়েছে ৪১ জনে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২৩শে আগস্ট পাঠানো ৯টি নমুনার ফলাফলে ৩টি পজেটিভ এসেছে। ৩টিই সদর উপজেলার। ২৪শে আগস্ট আইপিএইচে পাঠানো ৬৫টি নমুনার ফলাফলে ৭টি পজেটিভ এসেছে। এর মধ্য ১টি সদর উপজেলার, ৩টি শিবপুর উপজেলার, ২টি বেলাব উপজেলার ও ১টি রায়পুরা উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-
সদর উপজেলাঃ ১১৮১ জন
রায়পুরা উপজেলাঃ ১৪৫ জন
শিবপুর উপজেলাঃ ১৯৮ জন
পলাশ উপজেলাঃ ১৮৩ জন
মনোহরদী উপজেলাঃ ১৩৬ জন
বেলাব উপজেলাঃ ১৩৩ জন
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৪১ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৫ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৬৬৮ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশনে ২৪৮ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।