নরসিংদী জেলায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪১

জেলায় আরও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৬৬ জনে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত দাড়িয়েছে ৪১ জনে। ২৩শে আগস্ট দুপুর ১টায় নরসিংদী সদর নিবাসী গোবিন্দ সূত্রধর (৩৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন বলে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে। কোভিড-১৯ সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিডিআরবিতে ২২শে আগস্ট পাঠানো ১৬টি নমুনার ফলাফলে ৪টি পজেটিভ এসেছে। এর মধ্য ২টি সদর উপজেলার, ১টি পলাশ উপজেলার ও ১টি বেলাব উপজেলার রয়েছে । ২৩শে আগস্ট আইপিএইচে পাঠানো ৪৬টি নমুনার ফলাফলে ১০টি পজেটিভ এসেছে। এর মধ্য ৪টি সদর উপজেলার, ১টি মনোহরদী উপজেলার, ২টি শিবপুর উপজেলার, ১টি বেলাব উপজেলার ও ২টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ১১৭৭ জন

রায়পুরা উপজেলাঃ ১৪৪ জন

শিবপুর উপজেলাঃ ১৯৫ জন

পলাশ উপজেলাঃ ১৮৩ জন

মনোহরদী উপজেলাঃ ১৩৬ জন

বেলাব উপজেলাঃ ১৩১ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৪১ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৫ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৬৪০ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশনে ২৬৩ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।