করোনা ভ্যাকসিনের পেটেন্টের অনুমোদন দিল চীন

রাশিয়ার পর করোনা ভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিল চীন। এড৫-এনসিওভি’ নাম দেওয়া ভ্যাকসিনটি চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং ফার্মাসিউটিক্যালস ফার্ম স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে তৈরি করেছে। ভ্যাকসিনটি দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে নিরাপদ ও প্রতিরোধে সক্ষম বলে প্রমান মিলেছে বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। সংবাদ সংস্থাটি আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য এই ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ১৮-৫৯ বছর বয়সী মোট ৩২০ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। এরমধ্যে প্রথম ধাপে ৯৬ জন এবং দ্বিতীয় ধাপে ২২৪ জন।