বিদেশী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা উঠিয়ে দিচ্ছে মালয়েশিয়া সরকার

বিদেশী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি বলা হয়েছে। দেশটির সরকার এর আগে করোনা ভাইরাস মহামারির কারনে স্বদেশী শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা জানিয়েছে তাদের বিদেশী শ্রমিক দরকার, তাদের অনুরোধেই বিদেশী কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে মালয়েশিয়া সরকার।

এর আগে করোনা ভাইরাস মহামারীর কারনে দেশটির অনেক নাগরিক চাকরি হারানোর পরিপ্রেক্ষিতে সরকার বিদেশী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই সময় প্রায় ৬৭ হাজার স্থানীয় নাগরিক ও ৪ হাজার বিদেশী কর্মী চাকরি হারিয়েছিল। তবে বিদেশী কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেও মালিকদের আগে দেশীয় কর্মীদের নিয়োগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। এর ফলে মালয়েশিয়ায় কর্মরত ও অবস্থান করা বিদেশী শ্রমিকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা দূর হল। উল্লেখ্য মলয়েশিয়ায় প্রায় ২৯ লক্ষ বিদেশী শ্রমিক কাজ করে।