২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৪৮৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৫৭৬০০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৪ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৭৬৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৪৮৩৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে রোববার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ১১০১৪টি নমুনা সংগ্রহ করে ১০৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮৪টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১২৭৩০১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৪ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ৩১ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছে। তাদের মধ্য ৩২ জন হাসপাতালে ও ২ জন বাসায় মৃত্যুবরন করেছে। এদের মধ্য ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৬ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৬ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় যে ৩৪ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ঢাকা বিভাগে ১৪ জন, চট্রগ্রাম বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ৪ জন ও খুলনা বিভাগে ৭ জন রয়েছে। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ২৬৮৬ জন পুরুষ ও ৭১৩ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০৫৮৩১ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২১ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৫৬৩ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৭৬৪৫ জনের।