নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৭১ জন

জেলায় করোনা ভাইরাসে আরও ১৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৭১ জনে দাঁড়িয়েছে। অপরদিকে মোট মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত একই অর্থাৎ ৩৯ জনই আছে। ৬ই আগস্ট আইপিএইচে পাঠানো ৫৫টি নমুনার ফলাফলে ১৩টি পজিটিভ এসেছে। এর মধ্য ৭টি সদর উপজেলার, ১টি শিবপুর উপজেলার, ২টি মনোহরদী উপজেলার ও ৩টি পলাশ উপজেলার। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ১০৭৩ জন

রায়পুরা উপজেলাঃ ১৩৪ জন

শিবপুর উপজেলাঃ ১৭৬ জন

পলাশ উপজেলাঃ ১৫২ জন

মনোহরদী উপজেলাঃ ১২২ জন

বেলাব উপজেলাঃ ১১৪ জন

জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্য ২৩ জন সদর উপজেলার, ৫ জন রায়পুরা উপজেলার, ২ জন পলাশ উপজেলার, ২ জন মনোহরদী উপজেলার, ৬ জন বেলাব উপজেলার ও ১ জন শিবপুর উপজেলার। জেলায় এ পর্যন্ত আইসোলেশনমুক্ত ১৫৩২ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪ জন ও হোম আইসোলেশনে ১৮৪ জন। সূত্রঃ জেলা সিভিল সার্জন অফিস।