গত ২৪ ঘণ্টায় ভারতে সাড়ে ৬২ হাজার নতুন সংক্রমণ
ভারতে গত ২৪ ঘন্টায় ৬২৫৩৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। আর দেশটিতে করোনা ভাইরাসে মোট আক্রান্ত দাড়িয়েছে ২০২৭০৭৪ জনে। দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে ৮৮৬ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরন করেছে ৪১৫৮৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৪৯৭৬৯ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৭৮১০৫ জন। দেশটিতে এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিতসাধীন আছেন ৬০৭৮৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ৫৩৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হয়নি ভারতে। একই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৫৮ হাজার ৪৭৩ ও ৫৩ হাজার ১৩৯ জন। এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আজ আবার এক নম্বরে চলে গেল ভারত। দেশটিতে গড় সুস্থ্যতার হার ৬৭.৯৮ শতাংশ এবং আক্রান্তের হার ১০.৮৮ শতাংশ। ভারত এখন আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বে ৩য় অবস্থানে ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫ম স্থানে রয়েছে। ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৪৭০ জন ও প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৩০ জনের। প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের অবস্থান ৯২ তম। অপরদিকে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যার দিক থেকে এক নম্বরে রয়েছে কাতার যেখানে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩৯৯২২ জন। আর এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৯১ তম এবং এখানে প্রতি ১০ লক্ষে আক্রান্তের সংখ্যা ১৫১৪ জন। মৃত্যুর সংখ্যার দিক থেকে বিশ্বে এক নম্বরে রয়েছে সান মেরিনো, যেখানে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ১২৩৮ জনের। ভারতে প্রতি ১০ লক্ষে মৃত্যু হয়েছে ৩০ জনের ও বিশ্বে এ ক্ষেত্রে ভারতের অবস্থান ৯২ তম। অপরদিকে প্রতি ১০ লক্ষে বাংলাদেশে মৃত্যু হয়েছে ২০ জনের ও বিশ্বে এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১০৩ তম। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা ও ওয়াল্ডোমিটার।