দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৫০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৯১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৪৪০২০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৫০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯৫৫ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৯৮৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে মঙ্গলবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ৮১২৩টি নমুনা সংগ্রহ করে ৭৭১২টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৮৩টি পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১২০১২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৫০ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। তাদের মধ্য ৪৫ জন হাসপাতালে ও ৫ জন বাসায় মৃত্যুবরন করেছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৫ জন ও ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় যে ৩০ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ঢাকা বিভাগে ২৯ জন, চট্রগ্রাম বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রংপুর বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ১ জন ও খুলনা বিভাগে ৪ জন রয়েছে। এ পর্যন্ত যারা মৃত্যুবরন করেছে তাদের মধ্য ২৫৪৯ জন পুরুষ ও ৬৮৫ জন নারী রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০০৯২৬ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ২০ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৪৮০ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৭২৮৭ জনের।