দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ২৪২১০২ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩০ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৩১৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০৬৬ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ১৩৭৯০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘন্টায় ৪২৩৮টি নমুনা সংগ্রহ করে ৪২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত পিসিআর ল্যাবে এই পরীক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১১৯৩৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩০ জন মৃত্যুবরণ করেছে তাদের মধ্য ২৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছে। তাদের মধ্য ২৭ জন হাসপাতালে ও ৩ জন বাসায় মৃত্যুবরন করেছে। এদের মধ্য ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ১৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্য ১ জন ও ৯১ থেকে ১০০ বছর বয়সের মধ্য ১ জন। গত ২৪ ঘন্টায় যে ৩০ জন মৃত্যুবরন করেছেন তার মধ্য ঢাকা বিভাগে ১৫জন, চট্রগ্রাম বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ৪ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১০১০১৩ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১৯ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৪৬৯ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৭২৪১ জনের।