শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১শে আগস্ট পর্যন্ত বৃদ্ধি

করোনা ভাইরাস মহামারীর কারনে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও ২৫ দিন বাড়ানো হয়েছে। সেই হিসাবে চলমান ছুটি ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই তারিখ নির্ধারণ করেছে। আজ শিক্ষামন্ত্রী দিপুমনি অনলাইনে মিটিং করে এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে পূর্বের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১শে আগস্ট ২০২০তারিখ পর্যন্ত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ে নিজেদের এবং অন্যদের করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষার জন্য শিক্ষার্থীগণ নিজ নিজ বাসস্থানে অবস্থান করবেন। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিবাবকগন নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষন করবেন।